সদ্যই এই বছরের মতো শেষ হয়েছে দুর্গাপুজো। দেবী ফিরে গিয়েছেন কৈলাশে। কিন্তু সেই রেশ যেন এখনও কাটেনি। আর সেটা আবারও বুঝিয়ে দিলেন কোয়েল মল্লিক। তিনি এদিন তাঁর মল্লিক বাড়ির দুর্গাপুজোর কিছু ঝলক পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
কী পোস্ট করলেন কোয়েল?
শীঘ্রই ঘরে আসছে নতুন সদস্য। মা হতে চলেছেন কোয়েল মল্লিক, সেই খবর নিজেই কিছুদিন আগে তিনি দিয়েছিলেন। তারপর মল্লিক বাড়ির দুর্গাপুজোয় তাঁকে সাড়ম্বরে মেতে উঠতে দেখা যায়। এদিন এবারের পুজোর কিছু ঝলক অভিনেত্রী পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। কোয়েল যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে শুরুতেই দেখা যাচ্ছে অষ্টমীর দিন তাঁরা বাড়ির সকলে মিলে, নাচ, গানে মেতে উঠেছেন। নাতি কবীরকে পাশে নিয়ে গান গাইছেন রঞ্জিত মল্লিক। পিছনে মাইক হাতে দাঁড়িয়ে কোয়েল। এরপর একে একে নবমীর পুজো, দশমীর বরণ সবই ধরা পড়ে কোয়েল মল্লিকের পোস্ট করা ভিডিয়োতে।
আরও পড়ুন: (ডায়াবিটিসের ওষুধে ওজন ঝরিয়েছেন করণ? গুজব রটতেই বললেন, ‘ভালো খাওয়া-দাওয়া করে সুস্থ থাকি’)
এখানে দেবী বরণের পাশাপাশি সিঁদুর খেলতেও দেখা যায় কোয়েলকে। শুধুই কি তাই বরণের পর বিসর্জনের পথে যখন রওনা দেন তাঁরা সেই সময়ও বাবার হাত ধরে হাঁটতে দেখা যায় কোয়েল মল্লিককে।
অনেকেই কোয়েলের এই পোস্টে মন্তব্য করেছেন। কেউ তাঁকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন। কেউ আবার তাঁর এই সহজ সরল আচরণে কতটা মুগ্ধ সেই কথা লিখেছেন।
কোয়েলের সন্তান আসার কথা
আবার মা হতে চলেছেন অভিনেত্রী, কিছুদিন আগে কোয়েল মল্লিক একটি ছবি পোস্ট করে লেখেন, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে। খুব জলদিই কবীর বড় ভাই হতে চলেছে। আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে।'
প্রসঙ্গত এই পুজোতেই কোয়েলের ছবি এক খুনির সন্ধানে মিতিন মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরিচালক অরিন্দম শীলের নামে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় সেই ছবি নির্ধারিত সময়ে মুক্তি পেল না।