কোয়েল মল্লিক এদিন তাঁর গোটা পরিবারের সঙ্গে বিজয়া দশমীর আনন্দে মেতে ওঠেন। দেবী বরণ করতে, সিঁদুর খেলায় মাততেও দেখা যায় তাঁকে। কিন্তু এদিন বিজয়ার বার্তা দিতে গিয়ে তিনি কেন বললেন, 'এটা কিন্তু আমাদের সবাইয়ের কর্তব্য...'?
আরও পড়ুন: ৪টে রিলিজে ৪টেই সফল! অতি উত্তম থেকে টেক্কার সাফল্য নিয়ে সৃজিত লিখলেন, '২০২৪ ভীষণ স্বস্তিদায়ক...'
বিজয়ার বার্তায় কী জানালেন কোয়েল?
এদিন কোয়েল মল্লিক দুটো ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটি ভিডিয়োতে তাঁকে বেশ কিছু ছবি কোলাজ করে পোস্ট করতে দেখা যায়। সেখানে কখনও দেবীকে বরণ করার মুহূর্ত উঠে আসে। কখনও বাবা রণজিৎ মল্লিকের সঙ্গে গল্পের মুহূর্ত। বাদ যায়নি ছেলে কবীরের সঙ্গে খুনসুটি। মায়ের সঙ্গেও এদিন সিঁদুর খেলতে দেখা যায় কোয়েলকে।
আরও পড়ুন: 'দারুণ এক্সাইটেড', এড শিরানকে দেখেই উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে ধরলেন অরিজিৎ! প্রকাশ্যে রিহার্সালের ঝলক
এরপর কোয়েল আরও একটি ভিডিয়োতে সিঁদুরখেলার শেষে ভক্তদের জন্য বিজয়ার বার্তা পাঠান। সেই ভিডিয়োতে তিনি বলেন, ' শুভ বিজয়া জানাচ্ছি সকলকে। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজ মন খারাপের দিন যদিও কিন্তু নিজেদের শুধু সান্ত্বনা দেওয়া যে আসছে বছর আবার হবে। ভালো থাকবেন সকলে, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সুস্থ থাকবেন। মানসিক সুস্থতা কামনা করি প্রত্যেকের। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। এটা আমাদের কর্তব্য।' অভিনেত্রীকে এদিন অনেকেই পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন।
কোয়েল মল্লিকের দ্বিতীয় সন্তানের আসার কথা ঘোষণা
আবার মা হতে চলেছেন অভিনেত্রী, কিছুদিন আগে কোয়েল মল্লিক একটি ছবি পোস্ট করে লেখেন, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে। খুব জলদিই কবীর বড় ভাই হতে চলেছে। আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে।'
প্রসঙ্গত এই পুজোতেই কোয়েলের ছবি এক খুনির সন্ধানে মিতিন মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরিচালক অরিন্দম শীলের নামে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় সেই ছবি নির্ধারিত সময়ে মুক্তি পেল না।