কদিন আগেই মিতিন মাসির শ্যুট শেষ করেন কোয়েল মল্লিক। শুক্রবার ফের সেটে ফিরলেন কোয়েল মল্লিক। সিনেমার নাম ‘স্বার্থপর’। ছবির স্ক্রিপ্ট শেয়ার করে, সেটে ফেরার খবর ভাগ করে নিলেন অভিনেত্রী। খুশির খবর হল, এই ছবিতে স্ক্রিনশেয়ার করবেন কোয়েল ফের একবার বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে।
খবর, সম্পর্কের গল্পে নিয়ে ফিরছেন কোয়েল। তবে মেয়ে-বাবা হিসেবে দেখা যাবে না রঞ্জিত-কোয়েলকে। ছবিতে কোয়েলের উকিলের ভূমিকায় থাকছেন রঞ্জিত মল্লিক। কোয়েলের দাদার চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে। আর কৌশিক সেনের উকিলের চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে অনির্বাণ চক্রবর্তীর।
আরও পড়ুন: মিঠিঝোরার স্রোত-সার্থক কি প্রেম করছেন বাস্তবেও? সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্বপ্নীলা ও মৈনাক
ছবিতে গৃহবধূর চরিত্রে দেখা মিলবে কোয়েলের। যার নাম অপর্ণা। ছোট থেকে বোনকে কোলেপিঠে করে মানুষ করেছে দাদা, অথচ সম্পত্তির ভাগ-বাটোয়ারার প্রশ্ন উঠলেই অন্য খাতে বইবে সম্পর্ক। বাবা-মা'র সম্পত্তিতে নিজের অধিকার দাবি করলেই কি মেয়েরা ‘স্বার্থপর’? সেই প্রশ্নেরই উত্তর মিলবে অন্নপূর্ণা বসু পরিচালিত এই সিনেমায়। এই প্রথম বড় পর্দার জন্য সিনেমা তৈরি করছেন অন্নপূর্ণা। গল্প লিখেছেন সদীপ ভট্টাচার্য।
দেখুন কোয়েলের ইনস্টাগ্রাম স্টোরি-

স্বার্থপর-এর স্ক্রিপ্ট হাতে নিয়ে ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করলেন কোয়েল মল্লিক। মেকআপ হীন সাদামাটা চেহারা। ছবির ক্যাপশনে লিখলেন, ‘আজ থেক শ্যুট শুরু হল। বরাবরের মতো এবারেও আপনাদের আশীর্বাদের প্রয়োজন’।
আরও পড়ুন: নাতাশা ডিভোর্স দিতে পারে আগেই জানতেন হার্দিক! ভয়ে কার নামে রেখেছেন সব টাকা?
রঞ্জিত মল্লিককে এর আগে শেষবার অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের সঙ্গে ‘লাভ ম্যারেজ’ ছবিতে দেখা গিয়েছিল। প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত এই কমেডি ছবিতে আলাদা ভাবে নজর কেড়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
আরও পড়ুন: সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব নিয়ে শত্রুঘ্নর কাছে, কী শুনেছিলেন জাহির শ্বশুরের থেকে
গত বছর পুজোতে কোয়েলের মিতিন মাসি বেশ ভালো ব্যবসা করেছিল ছবিতে। ফের একবার মিতিন মাসি দিয়েই ফিরছেন তিনি। এই শ্যুটিং চলাকালীনই হাতে চোট পান কোয়েল। যার ফলে দীর্ঘদিন শ্যুট বন্ধও রেখেছিলেন।
এবারের সিনেমার নাম হতে চলেছে একটি খুনির সন্ধানে মিতিন। মিতিন সিরিজের তৃতীয় সিনেমা এটি। বিয়ে ও মা হওয়ার পর এমনিতেই ছবির সংখ্যা অনেকটাই কমিয়ে এনেছেন অভিনেত্রী। তারওপর দু দুটো মিতিন সিরিজের পর কোয়েলকে সম্পর্কের টানাপোড়েনমূলক গল্পে দেখা নিঃসন্দেহে দর্শকদের কাছে বিশেষ হতে চলেছে। তারপরে ছবিতে রঞ্জিত মল্লিকের উপস্থিতি।