বাংলা নিউজ > বায়োস্কোপ > Sidharth-Kiara: কিয়ারার সঙ্গে প্রেমে শিলমোহর সিদ্ধার্থের!‘বিয়েতে নেমন্তন্ন না পেলে চড় খাবি’: করণ

Sidharth-Kiara: কিয়ারার সঙ্গে প্রেমে শিলমোহর সিদ্ধার্থের!‘বিয়েতে নেমন্তন্ন না পেলে চড় খাবি’: করণ

 সিদ্ধার্থ-কিয়ারা।

প্রেম সম্পর্ক অস্বীকার করে আর লাভ নেই, করণ জোহরের জোরাজুরিতে সিদ্ধার্থ-কিয়ারার সব সিক্রেট ফাঁস। 

বেশ করেছি প্রেম করেছি- জোর গলায় এই কথাটা এখনও বলে উঠতে পারেননি সিদ্ধার্থ-কিয়ারা। যদিও ‘শেরশাহ’ জুটির প্রেম বি-টাউনের ওপেন সিক্রেট। এতদিন যখনই কিয়ারাকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, তখনই তা বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গিয়েছেন সিদ্ধার্থ। তবে নিজের মেন্টর করণ জোহরের সামনে ফেঁসে গেলেন অভিনেতা। ‘কফি উইথ করণ’-এর কাউচে বসে শেষমেষ নিজের প্রেমের কথা স্বীকার করে নিলেন সিদ্ধার্থ।

জমে উঠেছে ‘কফি উইথ করণ’-এর সাত নম্বর সিজন। চলতি সপ্তাহে করণের অতিথি হিসাবে হাজির ছিলেন ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্রা। এদিন সিদ্ধার্থের সামনে কিয়ারার একটা ভিডিয়ো ক্লিপ তুলে ধরেন করণ। ‘কফি উইথ করণ’-এর আসন্ন এপিসোডের অংশ এটি। ‘কবীর সিং’ কো-স্টার শাহিদ কাপুরের সঙ্গে শো'তে হাজির হবেন অভিনেত্রী। সেখানে কিয়ারাকে বলতে শোনা গিয়েছে, ‘আমি আর সিদ্ধার্থ নিঃসন্দেহে বন্ধুর চেয়ে বেশি কিছু’। শুধু তাই নয়, কিয়ারাকে চাপ দিয়ে সত্য়িটা উগলে নেওয়ার কোনও প্রয়াস হাতছাড়া করেননি করণ। 

শুরুতেই করণ জানতে চান, সিদ্ধার্থের সঙ্গে তাঁর সম্পর্কটা কবীর-প্রীতির (কবীর সিং ছবির চরিত্র) চেয়ে কতটা আলাদা? কিয়ারা হাসিমুখে বলেন, ‘খুব সুন্দরভাবে প্রশ্নটা উপস্থাপন করা হয়েছে। অবশ্যই আলাদা।… আমি আর সিদ্ধার্থ নিঃসন্দেহে বন্ধুর চেয়ে বেশি কিছু’। এরপর করণের প্রশ্ন, কিয়ারা তুমি কি বিয়ের জন্য প্রস্তুত। নায়িকার উত্তর, ‘আমি অবশ্যই নিজেকে বিবাহিত হিসাবে দেখি ভবিষ্যতে, তবে আমি নিজের প্ল্যান কফি উইথ করণে ফাঁস করব না’। এরপর কিয়ারার সঙ্গে মশকরা করে শাহিদ ও  করণ জানান, কিয়ারার বিয়েতে ‘ডোলা রে ডোলা’ গানে নাচবেন দুজনে। করণের জেরায় রীতিমতো চাপে পড়তে দেখা গেল কিয়ারা। 

এইসব চাক্ষুস করে সিদ্ধার্থ সটান বলে বলেন, ‘এতো জ্বালাতন কেন করলে ওকে?’ করণ বলেন তিনি পুরোদমে প্রস্তুত সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের প্ল্যান নিয়ে। করণের উত্তেজনা দেখে সিদ্ধার্থ বাক্যহারা, অন্যদিকে ভ্রূ কুঁচকাচ্ছেন পাশে বসে থাকা ভিকি কৌশলও। সবার আশা এবার তো সত্যিটা বলেই দেবেন সিদ্ধার্থ। তখন শেরশাহ তারকা বলেন, ‘করণ দেখা যাক। আমরাও চাই, আসলে সবাই কাজ করতে চায়, একটা সাজানো-গোছানো ভবিষ্যত চায়। তোমার আর্শীবাদ আমাদের সঙ্গে আছে জেনে ভালো লাগলো’। করণ সিদ্ধার্থকে সচেতন করে বলেন, বিয়েতে আমন্ত্রণ না পেলে কষিয়ে চড় মারব। বাধ্য ছাত্রের মতো সিদ্ধার্থ জানান, ‘এমনটা ঘটবে না’। 

 

 

বন্ধ করুন