বাংলা নিউজ > বায়োস্কোপ > Koffee With Karan: রাতে না, দিনে ফুলশয্যা হয়েছিল ভিকির সঙ্গে? করণ জোহরকে তেমনই বললেন ক্যাটরিনা

Koffee With Karan: রাতে না, দিনে ফুলশয্যা হয়েছিল ভিকির সঙ্গে? করণ জোহরকে তেমনই বললেন ক্যাটরিনা

সুহাগরাত নিয়ে যা বললেন ক্যাটরিনা। 

ভিডিয়োয় দেখা যাচ্ছে শো-তে হাজির হয়েছে ‘ফোন ভূত’-এর টিম। আর সেখানেই ফুলশয্যা নিয়ে যা বললেন ক্যাটরিনা কাইফ…

চলছে ‘কফি উইথ করণ ৭’। আর তারই ১০ নম্বর এপিসোডের অতিথি হলেন ক্যাটরিনা কাইফ, ইশান খট্টর, সিদ্ধান্ত চতুর্বেদী। বৃহস্পতিবার সম্প্রচার হবে ডিজনি প্লাস হটস্টারে। আর প্রথম ঝলক শেয়ার করে নিলেন করণ জোহর।

ভিডিয়োয় দেখা যাচ্ছে শো-তে হাজির হয়েছে ‘ফোন ভূত’-এর টিম। আর তখনই করণ যখন আলিয়ার বলা সুহাগরাতে ক্লান্ত থাকার কারণে তিনি কিচ্ছু করেননি শোনান ক্যাটরিনাকে, ভিকির বউ উত্তর দেন ‘সুহাগ-দিনের আইডিয়াটাও কিন্তু মন্দ নয়’। আর শুনেই ভ্রু ওপরে তোলেন দুটো ছেলেই।

করণ ইশানের কাছে জানতে চান রিলেশনশিপ স্টেটাস। আর তাতে শাহিদ কাপুরের সৎ ভাই বলে দেন, তিনি সিঙ্গেল। আর সিদ্ধান্ত বলেন তিনি এতটাই সিঙ্গেল যে তাঁর সঙ্গে থাকতে থাকতে ইশানও সিঙ্গেল হয়ে গিয়েছেন। প্রসঙ্গত, দিনকয়েক আগেই ভেঙেছে ইশান আর অনন্যা পাণ্ডের প্রেম। আরও পড়ুন: বড় চুলে ঢাকছে মুখ, সলমনের কিসি কা ভাই… কিসি কা জান-এর প্রথম টিজার নিয়ে হৈচৈ

ক্যাটরিনা এর পর বলে বসেন, আজকাল তিনি ঘোরাফেরা করছেন রণবীর সিং-এর ইনস্টাগ্রাম প্রোফাইলে। হবে নাই বা কেন, দিনকয়েক আগেই যে নগ্ন ছবি পোস্ট করে সবাইকে চমকে দিয়েছিলেন। যা নিয়ে মামলাও হয় তাঁর নামে। আরও পড়ুন: জুতো পরে গণপতি বিসর্জন রাহুল বৈদ্য-দিশা পারমারের, ক্ষোভ উগড়ে দিলেন নেট-নাগরিকরা

এই বছর অতিথি হিসেবে করণের কফির শো-তে এসেছেন আলিয়া ভাট, রণবীর সিং, অক্ষয় কুমার, সামান্তা রুঠ প্রভু, অনন্যা পাণ্ডে, বিজয় দেবেরাকোন্ডা, আমির খান, করিনা কপুর, শাহিদ কাপুর, কিয়ারা আডবানি, টাইগার শ্রফ, কৃতি শ্যানন, অর্জুন কাপুর, সোনম কাপুর।

তবে এই বছর ‘কফি উইথ করণ’ নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হল তারকাদের সেক্স লাইফে করণ জোহরের নাক গলানো। ইতিমধ্যেই ‘ভারতীয় সংস্কৃতির পরিপন্থী’ এই শো বয়কট করার ডাক দিয়েছে আমজনতা।

 

বন্ধ করুন