বাংলা নিউজ > বায়োস্কোপ > Koffee With Karan: শরীরের ‘সেক্সি জিনিস’ দেখানো যাবে না ক্যামেরায়, দুষ্টু কথা শাহিদের! করণের মুখ হাঁ

Koffee With Karan: শরীরের ‘সেক্সি জিনিস’ দেখানো যাবে না ক্যামেরায়, দুষ্টু কথা শাহিদের! করণের মুখ হাঁ

যৌনাঙ্গ নিয়ে প্রচ্ছন্ন ইঙ্গিত শাহিদের কফি উইথ করণে। 

এর আগে বলিউড তারকাদের মুখে যৌনাঙ্গ নিয়ে ‘দুষ্টু’ ইঙ্গিত শোনা গিয়েছে! সেক্স নিয়ে কথা বলা ওদের কাছে যেন জল ভাত, বিশেষ করে করণ জোহরের কফির শো-তে। 

করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ যৌনতা নিয়ে খুল্লামখুল্লা কথা বলেন তারকারা। গাড়ির ভিতর সেক্স করা হোক বা অ্যাটেনডেন্সের জন্য স্কুল টিচারকে পটানো, গোপন কথা ফাঁস করে চমকে দেওয়ার সুযোগ ছাড়েন না কেউই। সঙ্গে আবার গোপনাঙ্গ নিয়ে ঠাট্টা-ইয়ার্কিও এই শো-র অঙ্গ। এবার সেরকমটাই করতে দেখা গেল শাহিদ কাপুরকে।

করণ যখন শাহিদকে প্রশ্ন করেন তোমার শরীরের সেক্সি ফিচার কী, তখন জবাব আসে সেটা দেখানো যাবে না ক্যামেরায়। সেই সময় কফির কাপে চুমুক দিচ্ছিলেন কিয়ারা। এহেন কথা শুনে একেবারে চমকে ওঠেন। করণের হাল তো আরও খারাপ। চোখের চশমা তখন মাথায় ওঠার অবস্থা। আরও পড়ুন: করণের শোতে কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের তারিখ বলে ফেলল শাহিদ, ‘বাচ্চা হেবি দেখতে হবে’

এমনকী করণ যখন শাহিদকে প্রশ্ন করেন, ‘বিয়ের পর সিঙ্গেল লাইফের কোন জিনিসটা মিস করছেন’, তখন উত্তর আসে ‘মেয়েদের’! করণ কফি উইথ করণের নতুন এপিসোডের প্রোমো শেয়ার করতেই তা ভাইরাল। দুই সন্তানের বাবা শাহিদের মুখে এমন জবাব শুনে অনেকেই হতবাক। কেউ কেউ তো ডাকাডাকি শুরু করলেন শাহিদ-পত্নী মীরাকে। বরের কীর্তিখানা দেখে যাওয়ার জন্য।

যৌনাঙ্গকে ইঙ্গিত করে কথা বলতে শোনা গিয়েছিল অক্ষয় পত্নীকেও। র‌্যাপিড ফায়ার রাউন্ডে করণ যখন প্রশ্ন করেন টুইঙ্কলকে, ‘অক্ষয়ের এমন কী আছে, যা খানদের নেই?’ যাতে নায়িকার উত্তর, ‘Some Extra Inches’। এটা শুনে করণ একটু তির্যক নজর দিতেই টুইঙ্কল বলে ওঠেন, ‘আরে আমি লম্বালম্বিভাবে বলছি’। এরপর করণের প্রশ্ন ছিল, ‘তিনি কি নিষিদ্ধ করতে চান?’ টুইঙ্কলের উত্তর ছিল, ‘টু মিনিটস নুডুলস, না রান্নাঘরে ভালো, না বিছানায়’! ইঙ্গিতটা ধরতে পারলেন তো? আরও পড়ুন: ‘গন্ধরাজ গাড়ি’! সবুজ গাড়ি কিনে ট্রোলড মিঠাইয়ের পিঙ্কিজি, অনন্যার গাড়ির দাম কত

‘কফি উইথ করণ’-এর ৭ নম্বর সিজনের ৮ নম্বর এপিসোডের অতিথি কিয়ারা আর শাহিদ। দুজনে একসঙ্গে কাজ করেছেন কবীর সিং-এ। যা দর্শকদের কাছ থেকে খুব ভালোবাসা কুড়িয়েছে। সেই কেমিস্ট্রি ধরা পড়ল এদিন কফি কাউচেও। এমনকী করণের সঙ্গে জোটবেঁধে সিদ্ধার্থ আর কিয়ারার প্রেম নিয়ে লেগপুল করার সুযোগও ছাড়েননি শাহিদ। এটাও বলে বসেন, এই বছরের শুরুতেই আসবে একটা বড় খবর, আর সেটা কখনোই সিনেমার নয়।

বন্ধ করুন