Updated: 21 Jan 2020, 08:31 PM IST
HT Bangla Correspondent
মঙ্গলবার টেলিভিশনের জনপ্রিয় তারকা তৃণা সাহার জন্মদ... more
মঙ্গলবার টেলিভিশনের জনপ্রিয় তারকা তৃণা সাহার জন্মদিন। জন্মদিনটা নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটাচ্ছেন তৃণা। পাশাপাশি ফ্যানক্লাবের উদ্যোগে আয়োজিত বার্থ ডে সেলিব্রেেশনেও সামিল হলেন অভিনেত্রী। খোকাবাবুর সৌজন্যে টেলিভিশনের দুনিয়ার জনপ্রিয় নাম হয়ে ওঠেন তৃণা। গত বছরই থাই কারি ছবির সঙ্গে রূপোলি সফরও শুরু করেছেন অভিনেত্রী। সম্প্রতি এক সমীক্ষায় বাংলা টেলিভিশনের সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর শিরোপাও ছিনিয়ে নিয়েছেন তৃণা। চলতি সপ্তাহেই শেষ হচ্ছে কলের বউ। এখন অপেক্ষা তৃণার নতুন ইনিংসের।