২০১৬ সালে হঠাৎই তিলোত্তমার ছন্দপতন। ভেঙে পড়েছিল কলকাতায় নির্মীয়মান পোস্তা ব্রিজ। সেই ভেঙে পড়ার চিত্র নিয়েই আসছে পরিচালক পাভেলের নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা’। মুক্তির অপেক্ষায় এই ছবি। তার আগেই জোরকদমে চলছে ছবির প্রচার। ‘কলকাতা চলন্তিকা’ গোটা টিম শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন ছবির প্রচারে।
আসন্ন সিনেমার অভিনব প্রচারে এবার ‘কলকাতা চলন্তিকা’র পুরো টিম। দু'দিন ধরে তৈরি করা হয়েছে ১৬ ফুটের গীতবিতান-এর বইয়ের রেপ্লিকা। স্টেজে ছিল সেই গীতবিতান। আর সেই গীতবিতান থেকে ছবির সমস্ত কলাকুশলীরা প্রবেশ করল স্টেজে। সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মালা পরানো ও জলে প্রদীপ ভাসিয়ে মুক্তি পেল ছবির প্রথম গান ‘গীতবিতানের দিব্যি’।


ছবির নতুন গানে রয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন রকম ভালোবাসার ছোঁয়া। ভালোবাসার শহর কেমন ভাবে ধীরে ধীরে গড়ে ওঠে এবং সম্পর্কগুলি কলকাতার বুকে কেমন ভাবে চলতে থাকে, সেটি দেখানো হয়েছে।
একঝাঁক তারকা নিয়ে পরিচালক পাভেল তৈরি করেছে ছবি ‘কলকাতা চলন্তিকা’। পরিচালকের ভাবনাকে পর্দায় জীবন্ত করে তুলে ধরবেন ইশা সাহা, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, কিরণ দত্ত ওরফে বং গাই, অনামিকা সাহার মতো অভিনেতা-অভিনেত্রীরা।
_1660045697241_1660045724548_1660045724548.jpeg)

অপরাজিতা এই ছবিতে এক ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। প্রতিদিন বাসে তাঁকে একজন জায়গা ছেড়ে দিত, এটাই তাঁদের ভালোবাসা..। অফিসে বলতে না পারা দিতিপ্রিয়া আর কিরণ দত্তের ভালোবাসা। ইশা সাহা এবং সৌরভ দাস এই সিনেমায় নিম্নবিত্তের চরিত্রে অভিনয় করেছেন। তাঁদের ভালোবাসা কিভাবে শহরের গলিতে মেতে ওঠে এবং শতাব্দী চক্রবর্তীকে দেখা গিয়েছে একজন সিভিল ইঞ্জিনিয়ারের চরিত্রে। অনির্বাণ চক্রবর্তী, যিনি ট্রেলারে নিজেকে বড্ড একা মানুষ বলেছিলেন তাঁর প্রেমের গল্পও কেমন ছিল এই গানে দেখানো হয়েছে।
তিন দিনের গল্প উঠে আসবে ছবিতে। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি-গলি পথে, দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে। ছবিটি মুক্তি পাবে ‘বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট’এর ব্যানারে। আগামী ২৫ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'কলকাতা চলন্তিকা'।