আরজি কর কাণ্ডের মাঝেই মা দুর্গার আরাধনায় মেতেছে রাজ্যবাসী। তবে প্রতিবাদের স্বর ম্লান হয়নি। নারী-স্বাধীনতা নিয়ে সোচ্চার সকলেই। তবুও পুজো মণ্ডপে শালীনতার সীমা ছাড়ানো উচিত নয়! কলকাতার এক দুর্গাপুজো মণ্ডপে কলকাতার এক মডেলের শরীর প্রদর্শন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। মিস কলকাতা ২০১৬ খেতাব জয়ী হিমোশ্রী ভদ্র তাঁর ‘কুরুচিকর’ ও ‘অশালীন’ পোশাকের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন, হিমাশ্রীর পোশাককে অনেকেই ধর্মীয় উদযাপনের জন্য পুরোদস্তুর অনুপযুক্ত বলে মনে করেছেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, কলকাতার দুর্গাপুজোমণ্ডপে আরও দুই বন্ধুর সঙ্গে পোজ দিয়েছেন মডেল। তার এক বন্ধুর পরনে ছিল লম্বা কালো গাউন, উরু পর্যন্ত উঁচু স্লিট। অন্যজনকে হাঁটু পর্যন্ত লম্বা বুটের সঙ্গে কমলা রঙের মিনিড্রেস পরতে দেখা গেছে। তাঁদের খোলামেলা পোশাককেও ছাপিয়ে ছান হিমাশ্রী। তাঁর উর্ধাঙ্গ প্রায় উন্মুক্ত, স্তনযুগল ঢেকে রয়েছে লাল রঙা দুই হাত। নীচে কালো রঙা ফুল প্যান্ট। তিনজনের পোশাককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে 'অশালীন' ও 'অশ্লীল' বলে দাগিয়ে দেওয়া হয়েছে।
ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করা মডেল-ইনফ্লুয়েন্সার সান্নাতি মিত্র লিখেছেন, 'এটা এতটাই বিদ্রোহী ছিল, আমরা কখনই ভাবিনি যে এটাও সম্ভব, একটি মেয়ে হিসাবে আমরা সর্বদা জানতাম যে আমাদের শরীর 'খারাপ' …. তবে জীবন এমনই যে এটি নতুন উদাহরণ এবং অভিজ্ঞতা দেয়।'
আরও পড়ুন-রেগেমেগে তেড়ে এলেন কাজল! অষ্টমীর দিন মা দুর্গার সামনে কেন মেজাজ হারালেন নায়িকা?
পোশাক নিয়ে ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়
এক্স-এ শোরগোল এই বিদ্রোহী পোশাক নিয়ে! তিনজনের পোশাককেই অনুপযুক্ত বলে সমালোচনা করা হয়েছে। অ্যাক্টিভিস্ট দীপিকা ভরদ্বাজ সহ বেশ কয়েকজন এক্স-এ ছবিটি শেয়ার করেছেন, যা কয়েক হাজার ভিউ অর্জন করেছে। একটি ধর্মীয় উৎসবকে ফটোসেশনে পরিণত করায় এই তিন নারীর সমালোচনা করেছেন অনেকে। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘আমাকে পুরোনোপন্থী ভাবতে পারেন তবে এটি পুরোপুরিভাবে মূর্খতা’। আরেকজন লিখেছেন, ‘আমি জানি যে প্রত্যেকেরই তাদের ইচ্ছামতো পোশাক পরার অধিকার রয়েছে, তবে আপনি যখন কোনও মন্দিরে যান তখন সেই অনুযায়ী পোশাক পরা কি সাধারণ জ্ঞান নয়?’
আধুনিক বা খোলা মনের হলেও মন্দির বা মণ্ডপের মতো পবিত্র স্থানে এই জাতীয় পোশাক করা বাঞ্ছনীয় নয়, বলেই মনে করছেন বেশিরভাগ নেটিজেন।প্যান্ডেলে কেমন ধরণের পোশাকে প্রবেশের অনুমতি দেওয়া উচিত সে সম্পর্কে কঠোর নিয়মের আহ্বান জানিয়েছেন অনেকে।