সম্প্রতি বাংলার রায়গঞ্জের মিন্টু সরকার কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে ২৫ লক্ষ টাকা জিতে হইচই ফেলে দিয়েছেন। মাধ্যমিক পাশ মিন্টু অভাবের তাড়নায় স্কুল ছেড়েছিলেন। কিন্তু মাত্র ক্লাস টেন পর্যন্ত পড়েই কেবিসি-তে অনেককে পিছনে ফেলেছে সে। মিন্টুর পর হট সিটে অমিতাভের মুখোমুখি হল আরও এক বাঙলি। আরও পড়ুন-শাহরুখকে পিছনে ফেরে হিন্দি-বলয়েও পুষ্পা-রাজ,৭ দিনে ৭০০ কোটির দরজায় আল্লুর ছবি
কলকাতার সৌরভ চৌধুরী পেশায় চ্যাটার্ড অ্যাকাউনটেড। সম্প্রতি কেবিসির মঞ্চে ২৫ লাখ টাকা জিতেই শো ছাড়তে হল তাঁকে। কারণ ৫০ লাখের প্রশ্নের সঠিক জবাব জানা ছিল না তাঁর।
সবুজ বিপ্লবের সময় কেন্দ্রীয় কৃষি মন্ত্রী কে ছিলেন? ২৫ লাখ জিততে এই প্রশ্নের সঠিক জবাব দিতে হত সৌরভকে। এই প্রশ্নের উত্তরও জানা ছিল না তাঁর। তাই লাইফলাইনের সহায় হন সৌরভ। ভিডিয়ো কল করেন বন্ধুকে। হতাশ করেননি সৌরভের বন্ধু। A) শ্রী সি সুব্রহ্মমণ্যম এই অপশনটি বেছে এই বিরাট অঙ্কের টাকা জিতে নেন সৌরভ।
৫০ লাখ জিততে ক্রিকেট বা বলা ভালো ক্রিকেটার সম্পর্কিত প্রশ্ন তাঁর কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠে। কোনও প্রাক্তন ক্রিকেটার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ভারতে হাই-কমিশনার নিযুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক জবাব নিয়ে নিশ্চিত ছিলেন না সৌরভ চৌধুরী। ততক্ষণে তাঁর সমস্ত লাইফলাইন শেষ। বাধ্য হয়েই শো মাঝপথে ছেড়ে বেরিয়ে আসেন। এক কোটির প্রশ্নের মুখোমুখি হওয়ার সৌভাগ্য তাঁর হয়নি।
এই প্রশ্নের সঠিক জবাব ছিল, দিলীপসিংজী। হ্যাঁ, ভারতের অন্যতম ঘরোয়া ক্রিকেট লিগ দলীপ ট্রফি যাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নামাঙ্কিত সেই দিলীপসিংজী ক্রিকেট খেলা থেকে অবসর নেয়ার পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ভারতের হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। এরপর ভারতে ফিরে সৌরাষ্ট্র রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন দিলীপসিংজী। খেলা ছাড়ার পর সঠিক উত্তর গেস করেন সৌরভ। সেইসময় দিলীপসিংজীর নামই বলেছিল সে।
আরও পড়ুন-‘আমার স্কার্টের নীচে হাতটা ঢুকিয়ে দিল…’, হৃতিকের কাকার নামে যৌন হেনস্থার অভিযোগ লগ্নজিতার
ওদিকে দেখতে দেখতে ১০০ এপিসোডের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে কেবিসির ১৬ নম্বর সিজন। আসন্ন এপিসোডে অতিথি হিসাবে হাজির হবেন অমিতাভের পুরোনো সহকর্মী নানা পাটকর।