কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি নতুন হলেও, অল্প দিনে নজর কেড়েছে দর্শকদের। এখন এই মেগা জমে উঠেছে নায়িকার দ্বৈত চরিত্রের হাত ধরে। কিন্তু এবার কি সেটার অবসান হতে চলেছে? সেটারই ইঙ্গিত দিল নতুন প্রোমো।
কোন গোপনে মন ভেসেছের নতুন প্রোমো
সম্প্রতি জি বাংলার তরফে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে নিয়ে আসা হল। সেখানে জানানো হয়েছে ১৮ মার্চ এক ঘণ্টার মহাপর্ব দেখানো হবে এই মেগার। রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত দেখানো হবে এদিনের পর্ব। আর এদিনই কি অনিকেতের কাছে ধরা পড়ে যাবে তিস্তার আসল রূপ?
আরও পড়ুন: খুনি খুঁজতে গিয়ে ধন্দে পঙ্কজ ত্রিপাঠি, রহস্য - রোমাঞ্চ - মজায় মোড়া 'মার্ডার মুবারক' কেমন হল?
আসলে গ্রেট বেঙ্গল ক্যাটারারের কাছে একটি বিয়ে বাড়ির ইভেন্ট অর্গানাইজ করার প্রস্তাব এসেছে। অনিকেত এই ইভেন্টের দায়িত্ব নেয়। ক্লায়েন্ট শ্যামলীর হাতে বানানো খাবার চায়। ফলে বাধ্য হয়েই তার সঙ্গে শ্যামলীকে আনতে হয় এই ইভেন্টে।
অন্যদিকে অনিকেত সকলকে কথা দিয়ে দেয় এই ইভেন্টে তিস্তা আসছে, আর সে কবিতা পাঠ করবে। কথা দেওয়ার পর সে তিস্তাকে ফোন করে সবটা জানায়। এটা শুনেই ঘাবড়ে যায় শ্যামলী। কারণ তাঁর তো একই অঙ্গে দুই রূপ। আর এই ইভেন্টে একসঙ্গে শ্যামলী আর তিস্তার থাকা মানে সে ধরা পড়তে বাধ্য। যতই মুখে ওড়না চাপা দিয়ে মুখ আড়াল করুক না কেন। ফলে এমন অবস্থায় কী হয় সেটাই দেখার্ম তিস্তা সেই অনুষ্ঠানে আসে কিনা। বা এলেও ধরা পড়ে কিনা সেটাই জানা যাবে এই মেগা ধারাবাহিক থেকে।
আরও পড়ুন: 'সব ব্যাঙ্গের জবাব...' CCL-এ বেঙ্গল টাইগার্স জিততেই উচ্ছ্বাসে ভাসছে গোটা টলিউড, কী বলছেন গৌরব-নবনীতারা?
কে কী বলছেন?
এই প্রোমো প্রকাশ্যে আসতে দারুণ খুশি দর্শকরা। এক ব্যক্তি লেখেন, 'উফ জমে ক্ষীর! দারুণ হতে চলেছে এই পর্ব।' আরেক ব্যক্তি লেখেন, 'ওয়াও শ্যামলী অনেক সুন্দর হচ্ছে। আমার পছন্দের সিরিয়াল এটা।' কেউ আবার লেখেন, 'এটাই একমাত্র নাটক যেটা ভিন্ন ধরনের, বাকি সবেতে পরকীয়া আর পরকীয়া।'