শহরের বুকে ঝাঁ চকচকে বাড়ি, সাজানো গোছানো করিডোর, ড্রয়িংরুম। তবে সেখানেই যদি আচমকা ঢুকে পড়ে বাঘ! তাহলে? এমনটাও ঘটতে পারে ভাবতে পেরেছেন কখনও? ভাবছেন এসব শুধু মোবাইল অ্যাপেই সম্ভব, বাস্তবে অসম্ভব।
নাহ, শুধু মোবাইল অ্যাপ নয়, বাংলা সিরিয়ালের দুনিয়াতেও এটা সম্ভব। সদ্য সামনে এসেছে বাংলা সিরিয়াল 'কোন গোপনে মন ভেসেছে'-র প্রোমো। সেখানে দেখা যাচ্ছে অনিকেশ-শ্যামলীর পুরো পরিবার যখন পুজোয় ব্যস্ত, ঠিক তখনই হঠাৎ তাঁদের বাড়ির করিডোর দিয়ে ঢুকে পড়ল চিতাবাঘ। সে আবার গর্জন করছেন। তাকে দেখে তখন ভয়ে তটস্থ অনিকেত। তবে বাড়ির অন্যান্যদের তিনি সেখানে আসতে নিষেধ করলেন। তবু শ্যামলী বিপদে আঁচ পেয়ে সেখানে পৌঁছে যায়। তারপর সেই বুদ্ধি করে শাঁখ বাজাতে শুরু করে। বাড়ির অন্যান্যদের কাঁসর-ঘণ্টা যা পারে বাজানোর পরামর্শ দেয় সে। আর এত শব্দ শুনে ধীরে ধীরে পিছু হটতে শুরু করে চিতাবাঘ। সে দরজা দিয়ে বেরিয়ে গেলে, সেটা বন্ধ করে দেয় শ্যামলী। ব্যাস ওই পর্যন্তই।
ভাবছেন তো এসব কী বলছি! হ্য়াঁ এমনটাই ঘটতে চলেছে 'কোন গোপনে মন ভেসেছে'-সিরিয়ালে। প্রোমো সামনে আসতেই নেটপাড়ায় তাই হাসির রোল।
আরও পড়ুন-সারাদিন মেয়ে 'দুয়া' ঠিক কী কী করে, এবার ভিডিয়ো দিয়ে খোলসা করলেন দীপিকা
এক নেটিজেন প্রোমো দেখে লিখেছেন, ‘এই পর্বটা লেখার সময় গাঁজাটা একটু বেশি খেয়ে ফেলেছিলো’, কেউ লিখেছেন, ‘বাঘটা রাস্তায় বেরিয়ে কোন দিকে গেল কেউ জানলে বলবেন plz। আবার যদি আমার বাড়ি এসে উপস্থিত হয়, বাবাগো! আমি শাঁখ, ঘন্টা, কাঁসর সব রেডি করে রেখেছি।’ কারোর প্রশ্ন, ‘মানুষ মারা বাঘ আর ভেজিটেরিয়ান বাঘ কি আলাদা হয়’, কারোর মন্তব্য, ‘এইসব দেখার আগে চোখে ছানি পড়লো না কেনো আমার কে জানে’! কারোর কথায়, ‘থালা বাটি বাজালে সবই পালিয়ে যায় সে করোনা হোক বা চিতাবাঘ’। কেউ আবার বলেছেন, ‘নাইস ট্রিক! এরপর জঙ্গলে গিয়ে ঘোরাঘুরি করবো আর সামনে বাঘ দেখলেই শঙ্খ, কাঁসর, ঘন্টা বাজাবো’। কেউ লিখেছেন, ‘আচ্ছা পূজোয় কেউ তো বাঘ টাকে নিমন্ত্রণ করেছিল,তার জন্যই সে এসেছিল।বেচারা বাঘ বাড়ির পুজো টাও দেখা হলোনা’। আরেকজন লিখেছেন, ‘ঈশ্বর আমাকে তুলে নাও…’, কারোর প্রশ্ন, ‘কে কে আমার মতো এই নাটক দেখে হাসছেন?’ কেউ বলেছেন, ‘বাঘ এল কুমির কবে আসবে?’ এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই 'ফুলকি' সিরিয়ালে সুন্দরবনে গিয়ে কুমিরের মুখোমুখি হয়েছিলেন নায়িকা। আর এবার চিতাবাঘ। সেটা তবু সুন্দরবন ছিল, আর এটা কলকাতায়, তাও আবার বাড়ির মধ্যে। কেউ কেউ তাই মজা করে বলছেন, শুনেছি গল্পের গরু গাছে ওঠে, এখন দেখি শুধু গল্পে নয়, সিরিয়ালের গরুও গাছে ওঠে।'
·