বাংলা নিউজ > বায়োস্কোপ > Parambrata-Monami: ‘লোকে ভাবত আমরা বিয়ে করব’, ১৫ বছর পর একসঙ্গে পরমব্রত-মনামী, আবেগে ভাসল ফ্যানেরা

Parambrata-Monami: ‘লোকে ভাবত আমরা বিয়ে করব’, ১৫ বছর পর একসঙ্গে পরমব্রত-মনামী, আবেগে ভাসল ফ্যানেরা

একসঙ্গে ফিরলেন পরমব্রত-মনামী (ছবি-ইনস্টাগ্রাম)

Parambrata-Monami: ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’-র রাহুল-কমলিকাকে দেখে নস্টালজিয়ায় ডুব দিল নেটপাড়া। পরম ফিরলেন ‘ছোটবেলায়’। 

ছোটপর্দার হাত ধরে জার্নি শুরু দুজনের। এরপর ধীরে ধীরে রুপোলি পর্দা, এবং হালে ওটিটিতেও জমিয়ে কাজ করছেন তাঁরা। কথা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় ও মনামী ঘোষের। দুজনেই টলিগঞ্জের ‘চিরতরুণ’ তারকা। ২০ বছরের বেশি সময় ইন্ডাস্ট্রিতে কাটানোর পরেও যেন তাঁদের বয়স বাড়ে না!

যৌবনে পা দেওয়ার আগেই একসঙ্গে বহু প্রোজেক্টে কাজ করেছেন দুজনে। ‘প্রতীক্ষা একটু ভালোবাসার’, ‘একদিন প্রতিদিন’, ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’, ‘এক আকাশের নীচে’-র মতো সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেছেন পরমব্রত-মানামী জুটি। টেলিফিল্ম ‘দেবদাস’-এ তাঁদের রসায়ন সবার নজর কেড়েছিল। দর্শকদের মনে গেঁথে গিয়েছিল এই অনস্ক্রিন জুটি। অনেকে তো চেয়েছিলেন বাস্তব জীবনে চারহাত এক হোক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’র রাহুল-কমলিকার। যদিও বাস্তবে কোনওদিনই প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি পরমব্রত-মনামীর। তবে দু-দশক পরেও ছাদনাতলার ধারেকাছে ঘেঁষেননি দুই তারকা, আজও ‘সিঙ্গলহুড’ জমিয়ে এনজয় করছেন।

দীর্ঘ ১৫ বছর পর মানামীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত পরমব্রত। তার কাছে এ যেন ‘ছোটবেলা’ ফিরে আসা! ইনস্টাগ্রামে পুরোনো বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করে সেই সুখবরই দিয়েছেন টলিগঞ্জের নতুন ফেলুদা। তবে কি একসঙ্গে নতুন ছবিতে পরম-মনামী? না, এক বিজ্ঞাপনে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁদের। তাও জাতীয় স্তরের বিজ্ঞাপনে, সম্প্রতি মুম্বইয়ে এক হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনের শ্যুটিং সেরেছেন তাঁরা। শ্যুটিংয়ের ফাঁকে মনামীর কাঁধ জড়িয়ে মিষ্টি ছবি পোস্ট করে পরমব্রত লেখেন, ‘অনেক দিন পর ... যেন ছোটবেলা ফিরে এলো ... আমার কেরিয়ারের শুরুতে যখন টেলিভিশনে কাজ করতাম, আমি আর মানামী কত্ত প্রোজেক্ট একসঙ্গে করেছি, এমন অবস্থা ছিল লোকে ভাবত আমরা বিয়ে করব!’

এরপর অভিনেতা লেখেন, ‘আজ আমরা আবার একসঙ্গে….. দীর্ঘ ১৫ বছর পর! উফ কী আনন্দ!’ ছবিতে পরমব্রতর দেখা মিলল হালকা নীল টি-শার্ট আর ক্রিম রঙা প্যান্টে, মানামীও ছিলেন একদম ক্যাজুয়াল লুকে। কমলা রঙা টপ এবং অফ হোয়াইট প্যান্টে দেখা মিলল তাঁর। এ কথা বলার অপেক্ষা রাখে না জুটির ছবি দেখে ‘জিয়া নস্টাল’ অনুরাগীদের। 

একজন লেখেন, ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ের রাহুল-কমলিকা, এক আকাশের নীচের সায়ন-জিনাত… আরও অনেক কিছু, কিন্তু রাহুল-কমলিকা সবসময় স্পেশ্যাল’। অপর এক পরমব্রত-মানামী জুটির অনুরাগী লেখেন, ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে আজও আমার প্রিয় সিরিয়াল, আমি সত্যি চেয়েছিলাম তোমাদের বিয়ে হোক’। 

প্রসঙ্গত, পরমব্রতকে খুব শীঘ্রই দেখা যাবে অরিন্দম শীলের ‘সাবাশ ফেলুদা’য়। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে বলিপাড়ার একাধিক প্রোজেক্ট। অন্যদিকে ছোটপর্দা থেকে আপতত দূরে মনামী। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিকে পরিচালকের স্ত্রী গীতা সেনের চরিত্রে কাজ করছেন অভিনেত্রী। 

 

 

বন্ধ করুন