আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এমন অবস্থায় রাজ্য সরকারকে একহাত নিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বিদ্রুপ করে লিখলেন কী?
আরও পড়ুন: 'গান কবিতা দুটোরই পিণ্ডি চটকে গেল', সারেগামাপায় গৌতমের বেণীমাধব গান শুনে বিদ্রুপের ঝড় নেটপাড়ায়
রাজ্য সরকারকে কটাক্ষ করে কী লিখলেন কনীনিকা?
গত সোমবার ৯ সেপ্টেম্বর ছিল সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি। সেখানেই শীর্ষ আদালত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি মিটিয়ে কাজে ফেরার নির্দেশ দেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এক মাস হয়ে গিয়েছে এবার উৎসবে ফিরতে।' এই দুই ঘটনার পরই ক্ষেপে ওঠেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের মতে কপিল সিব্বল শীর্ষ আদালতে অসত্য তথ্য জানাচ্ছেন। তাই তাঁরা মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান করেন। বর্তমানে সেখানেই তাঁরা তাঁদের অবস্থান জারি রেখেছেন।
আরও পড়ুন: রানি - রাজার পর ‘টেক্কা’র জোকারের সঙ্গে আলাপ করালেন দেব! ঝাড়ু হাতে প্রকাশ্যে ধরা দিলেন ‘ইকলাখ’
এমন জটিল পরিস্থিতিতে কনীনিকা দুটো পোস্ট শেয়ার করেন এদিন। এটি দুটো পোস্টেই বর্তমান রাজ্য সরকারকে তুলোধোনা করা হয়েছে। সেখানে একটি পোস্টে লেখা হয়েছে, 'লন্ডন বানাতে গিয়ে ব্রিটিশ ইন্ডিয়া হয়ে গেল। স্বাধীনতা আন্দোলনের জন্য সংগ্রাম করতে হচ্ছে।'
আরেকটি পোস্টে সোজাসুজি মুখ্যমন্ত্রীর কথাকে বিদ্রুপ করা গিয়েছে। তিনি যে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন সেটাকে কটাক্ষ করে লেখা হয়েছে, 'সপ্তমীতে শ্যামবাজার, অষ্টমীতে লালবাজার, নবমীতে নবান্ন, দশমীতে কালীঘাট।'
আরও পড়ুন:
আরও পড়ুন: 'কোনও শিল্পী চুক্তি করে প্রতিবাদে আসছে না', মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আর্জি, RG Kar -এর প্রতিবাদ নিয়ে কী বলছে টলিউড?
কে কী লিখেছেন?
অনেকেই এই পোস্টে কনীনিকাকে সমর্থন করেছেন। এক ব্যক্তি অভিনেত্রীর পোস্টে লেখেন, 'লন্ডন -এর কিছুটা বানাতে পেরেছে। খালি লণ্ডন থেকে ন বাদ দিয়ে উনি যা সেটা যোগ করতে হবে। মানে ভণ্ড। তাহলে দুয়ে দুয়ে চার হলে হয়, লণ্ডভণ্ড।'