বাংলা টিভির অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘রান্নাঘর’ ফিরছে নতুন সাজে। ইতিমধ্যেই শো-র প্রোমো মন জয় করে নিয়েছে দর্শকদের। দুর্গা পূজার ঠিক আগে বাংলা টেলিভিশনে ফিরে এসেছে বহু বছরের পুরনো শোটি। কিংবদন্তি রান্নার অনুষ্ঠানটিতে এবার দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। প্রায় দুই বছর পর বাংলা টিভিতে ফিরে এসেছে। ৩০ সেপ্টেম্বর প্রিমিয়ার হওয়ার পর, আসছে বিশেষ পর্ব। যেখানে দেখা যাবে মা-মেয়ের জুটিকে অর্থাৎ কনীনিকা আর কিয়াকে।
সেই হিসেবে এটিই ডেবিউ হতে চলেছে অভিনেত্রীর প্রথম সন্তান অন্তঃকরণা ওরফে কিয়ার। সঙ্গে খানিক মা সুলভ ঢঙেই নালিশ করে বলেন, ‘যে লক্ষ্মী মেয়েটাকে আপনারা এখানে দেখতে পারছেন, সেটা একেবারেই ক্যামেরা চলছে বলে।’
আরও পড়ুন: ‘মুসলিম পরিবারে আমার জন্ম, তাও আমাকে…’! দিল্লির পুজোর অভিজ্ঞতা ভাগ তসলিমার
দেখা গেল ছোট্ট কিয়া বেশ মিষ্টি করে সেজে এসেছিল এই দিন। বেগুনি রঙের লেহেঙ্গা। মেয়ের জন্য যত্ন করে হোয়াইট স্যস পাস্তা বানালেন কনীনিকা। কিয়া ইতিমধ্যেই একাধিক শ্যুটিং ফ্লোরে সঙ্গে দিয়েছিল মা-কে। তবে ক্যামেরার সামনে আসা, এই প্রথম। আজই এই এপিসোডের সম্প্রচার।
আরও পড়ুন: আরজি কর ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, দুর্গা পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’
রান্নাঘরে যোগ দেওয়ার পর কনিনীকা জানিয়েছিলেন, 'মেগা সিরিয়াল এই মুহূর্তে আমি করতে পারব না। অত সময় দিতে পারব না। আমার মেয়ে এখন সবথেকে গুরুত্বপূর্ণ। আমি ওকে সময় দিতে চাই। এক্ষেত্রে কোনও আপোস করতে চাই না। তাছাড়া সার্জারির কারণে আমার গলা বেশ ক্ষতিগ্রস্ত। অন্যদিকে মাও অসুস্থ। সবটা মিলিয়েই লড়ে যাচ্ছি।'
আরও পড়ুন: স্বস্তিকার খোঁপার গাঁদা ফুলের প্রেমে পড়লেন নাকি কুণাল ঘোষ? নায়িকার ছবি দিয়ে দিলেন গদগদ ক্যাপশন
অভিনেত্রী আরও জানিয়েছিলেন, তিনি এই শো করতে রাজি হয়েছিলেন তাঁর মায়ের জন্যই। তাঁর মা-ও এই শো দেখতে ভালোবাসেন। একই সঙ্গে এই শোয়ের ইউনিটের সঙ্গে আগে তিনি ৩ টি ছবিতে কাজ করায় সুবাদেই সকলেই তাঁরা পূর্বপরিচিত।
২০১৭ সালে ব্যবসায়ী, প্রযোজক সুরজিৎ হরিকে বিয়ে করেন কনীনিকা। ২০১৯-এর ১২ জুন কনীনিকার কোল আলো করে আসে তাঁদের মেয়ে। নাম রাখেন অন্তঃকরণা। আর ডাক নাম কিয়া।
এর আগে রান্নাঘর-এর দায়িত্ব ছিল সুদীপা চট্টোপাধ্যায়ের হাতে। ইতিমধ্যেই তাঁকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে জি বাংলা, তা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন তিনি।