বলিউড তো বটেই টলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী হলেন কঙ্কনা সেন শর্মা। খালি অভিনেত্রী নয়, তিনি একজন পরিচালকও বটে। কিন্তু তারকা হলেও তাঁর এবং রণবীর শোরের সন্তান অর্থাৎ হারুন শোরেকে তৈমুর বা জেহ সহ অন্যান্য এই যুগের স্টার কিডদের মতো সমস্যায় পড়তে হয়নি। কিন্তু কেন, এদিন সেটাই বোঝালেন অপর্ণা কন্যা।
আরও পড়ুন : 'হেমাজি মথুরা স্টাইলের …', ইন্ডিয়ান আইডল আসলে পুরোটাই স্ক্রিপটেড! প্রমাণ প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়
কী বলেছেন কঙ্কনা?
এদিন টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে কঙ্কনা জানিয়েছেন বড় তারকার সন্তান হলে কী কী সমস্যায় পড়তে হয়। একই সঙ্গে তিনি বুঝিয়েছেন কেন তাঁর সন্তানকে করিনা, বা অন্যান্য বলিউড তারকার সন্তানদের মতো ছবি শিকারিদের কবলে পড়তে হয় না। এদিন কঙ্কনা বলেন, 'খুব বড় বলিউডি স্টারদের বাচ্চাদের সঙ্গে কিন্তু এরম হয়। কিন্তু আমি খুব সৌভাগ্যবতী যে আমায় কোনও মিডিয়া এভাবে হ্যারাস করে না।'
আরও পড়ুন : শুভশ্রী যতই 'জুনিয়র' তকমা দিন, রুক্মিণীর প্রশংসায় পঞ্চমুখ রূপা! বিনোদিনীর তারিফে কী বললেন?
তিনি এদিন আরও বলেন, 'আমার এটা খুব অমানবিক লাগে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের উপর এতগুলো ক্যামেরা, এতগুলো লোক। আমি কিছুটা ছোটবেলায় দেখেছি কারণ মা তো অভিনেত্রী ছিল। অনেক সময় হতো যে লোকজন ঘিরে ধরত। তখন ছোট হিসেবে মনে হতো ও বাবা এত লোকজন। বাচ্চাদের কাছে এটা একটা ভীতির বিষয়। আমি দেখেছি ওটা। কিন্তু আমার ছেলের ক্ষেত্রে বলব যে এরম কোনও দিন করা হয়নি। মানুষ আমায় অভিনেত্রী হিসেবে সম্মান করে।'
কঙ্কনা এদিন করিনার দুই সন্তানের কথা উল্লেখ করে বলেন, 'করিনার বেচারা ছেলে দুটো.... ওরাও সেলিব্রিটি হয়ে গেছে। তো সেই লেভেলে তারকা হলে এই সমস্যা হয়। আমার ক্ষেত্রে এখনও এই সমস্যা হয়নি।'
আরও পড়ুন : 'আমায় ছেঁটে ফেলুন, বাদ দিয়ে দিন, আর পারছি না …' ইমনের যাচ্ছে কাতর আবেদন বয়স্ক টিম সদস্যের! কী ঘটেছে?
আরও পড়ুন : তসলিমার কলকাতায় ফেরায় ‘আপত্তি’ কবীর সুমনের? গায়ককে 'জিহাদি' তকমা দিয়ে একহাত নিলেন 'লজ্জা' লেখিকা