বেশ কয়েকটি বাংলা ও ইংরেজি ছবি করার পর 'পেজ থ্রি' দিয়ে বলিউডে পা রেখেছিলেন কঙ্কনা সেনশর্মা। অভিনেত্রী আবার ফিরছেন ‘লাইফ ইন আ মেট্রো'র সিক্যুয়েলে। এবার পাশে নেই ইরফান খান। সবটা নিয়ে নানা কথা ভাগ করেছিলেন নায়িকা।
'লাইফ ইন আ মেট্রো’ ছবিতে প্রয়াত অভিনেতা ইরফান খানের বিপরীতে ছিলেন কঙ্কনা। এখন আর তিনি নেই, এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি ইরফানকে খুব মিস করেছি। এবার কাজ করার সময় ওঁর কথা খুব মনে পড়ছিল। এমন কিছু দৃশ্য ছিল যেখানে আমি বেশ আবেগপ্রবণও হয়ে পড়েছিলাম। তবে অনুরাগের সঙ্গে আবার একসঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। আমি এখন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছি।’
'পেজ থ্রি' দিয়ে বলিউডে পা রেখেছিলেন কঙ্কনা, এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এটিকে আমার বলিউডে অভিষেক বা এরকম কিছু হিসেবে ভাবিনি। কারণ আমি নিশ্চিত ছিলাম না যে আমি অভিনয় নিয়ে এগিয়ে যেতে চাই কিনা। তার পরিবর্তে আমি সত্যিকারের কাজের মতো কাজ পেতে চেয়েছিলাম।’
অভিনেতা আরও বলেন, ‘পেজ থ্রি-র শ্যুটিংয়ের সময়ই আমি প্রথম মুম্বই শহরটাকে চিনতে শুরু করি। আমার মনে আছে মধুর (মধুর ভান্ডারকর, পরিচালক) এবং ওঁর সহকারী আমাকে লোকাল ট্রেনে করে শহর ঘুরিয়ে দেখাতেন। সেই সময় আমি অনেক জায়গা দেখেছি এবং আমার কিছু ভালো ভালো বন্ধুও তৈরি হয়েছিল। যেমন- তারা শর্মা, সন্ধ্যা মৃদুল, ওঁরা আজও আমার বন্ধু। আর এই বন্ধুত্বগুলোই আমাকে অভিনয়ে টিকে থাকতে সাহায্য করেছে। 'পেজ থ্রি’র পরই আমি মুম্বই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।
আরও পড়ুন: কাজ ভুলে, মাথায় টুপি, চোখে রোদচশমা পরে টেনিসে মজলেন রণবীর! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল
তবে বহু বছে ধরে বিনোদন জগতের সঙ্গে কঙ্কনা জড়িয়ে রয়েছেন। যত সময় এগিয়েছে তাঁর প্রতি ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তিত হয়েছে? তা জিজ্ঞাসা করা হলে কঙ্কনা বলেন, ‘যখন আমি ছোট ছিলাম, তখন আমি আমার অভিনয় নিয়ে খুব বেশি মাথা ঘামাইনি। দর্শকরা আমাকে কীভাবে দেখবেন তার উপর আমার খুব কমই নিয়ন্ত্রণ রয়েছে। আমি খুব ভাগ্যবান কারণ অনেক ভালো অভিনেতা রয়েছেন যাঁরা সব সময় তাঁদের প্রাপ্য সম্মান পান না। তাই আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে ইন্ড্রাস্টি আমাকে এই ভাবে গ্রহণ করেছে।’
আরও পড়ুন: 'এই মুহুর্তে আছে, পর মুহূর্তে নেই…', মাটিতে পা রেখে চলাতেই বিশ্বাসী, স্টারডম নিয়ে ভাবেন না রশ্মিকা!
এখনও সমান ভাবে কাজ করে যাচ্ছেন অভিনেতা। সামনে তাঁর বেশ কিছু কাজ আসছে, যার মধ্যে ‘মেট্রো ইন দিনো’ অন্যতম। ২০০৭ সালের মুক্তি প্রাপ্ত অনুরাগ বসু পরিচালিত ‘লাইফ ইন আ মেট্রো'র সিক্যুয়েলে কঙ্কনাকে দেখা যাবে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অনুরাগকে ভালোবাসি। অনুরাগ এত স্বচ্ছন্দ্য এবং চাপ মুক্ত যে বলার মতো না। আর ওঁর এই জিনিসগুলিই ভালো লাগে। ওঁর সঙ্গে কাজ করতে পারাটা আনন্দের। আমি কোনও দায়বদ্ধতা অনুভব করি না। আমি কি করতে পারি, সবই অনুরাগ জানে। সেই দায়িত্ব সামলানোর মতো যথেষ্ট চওড়া কাঁধ রয়েছে ওঁর।’