মঙ্গলবার ২১ মে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এদিন তিনি ৪৪ বছরে পা দিলেন। তবে এবারের জন্মদিনে অভিনেত্রীর মন ভালো নেই। বিশেষ দিনে আলাদা করে কোনও উত্তেজনাও কাজ করছে না তাঁর মধ্যে। কিন্তু কী হয়েছে অভিনেত্রীর?
জন্মদিনে কী প্ল্যান কনীনিকার?
কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মা খুবই অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি। ফলে এবারের জন্মদিনটা তিনি সেভাবে পালন করতে পারছেন না। মন একেবারেই ভালো নেই তাঁর।
এবারের জন্মদিনের পরিকল্পনা জানিয়ে এদিন আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, 'চেন্নাইয়ে চিকিৎসা চলছিল। টানা দেড় মাস সেখানে চিকিৎসা করানোর পর সবেই শহরে ফিরেছিলেন তিনি। এর মধ্যে আবার অসুস্থ হওয়ায় ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাই এবার আর জন্মদিন নিয়ে কোনও উত্তেজনা নেই।' মাকে সকাল সকাল হাসপাতালে এদিন দেখতেও গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: 'আমি ওঁর ফ্যান...' ঘাটালের ভাইরাল কাকুকে জাপটে ছবি দেবের, চিনতে পারছেন তাঁকে?
তবে এবার যে একেবারেই জন্মদিন উদযাপন করছেন না সেটা নয়। কনীনিকা জানিয়েছেন, 'দুপুরে আমার দিদিরা একটা আয়োজন করেছিল। মেয়েকে নিয়ে সেখানে গিয়েছিলাম। বিকেলে বাবা কাকাদের সঙ্গে সময় কাটবে।'
আরও পড়ুন: প্রথমবার রান্নাঘরে ঢুকেই কেলেঙ্কারি বাঁধান ঋদ্ধিমা! গৌরব বললেন, 'পারলে একটা লাঠি দিয়ে...'
জন্মদিনে কী বিশেষ রেজোলিউশন নিলেন কনীনিকা?
না, জন্মদিনে এবার কোনও বিশেষ রেজোলিউশন নেননি কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি চান সকলেই যেন সুস্থ থাকেন। তাঁর এর থেকে বেশি কিছুই চাওয়ার নেই বলে জানিয়েছেন।
কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে এর আগে অন্দরমহল, আয় তবে সহচরী, ইত্যাদি ধারাবাহিকে দেখা গিয়েছে। এছাড়া তিনি মুখার্জি দার বউ, হামি, টনিক, প্রধান ইত্যাদি ছবিতে কাজ করেছেন। আগামীতে তাঁকে রাজনীতি ২ বা আবার রাজনীতিতে দেখা যাবে। আগামী ২৪ মে মুক্তি পাবে সেই সিরিজটি। হইচইতে দেখা যাবে সৌরভ চক্রবর্তী পরিচালিত এই সিরিজ।