২৪ মে মুক্তি পেল সৌরভ চক্রবর্তী পরিচালিত সিরিজ আবার রাজনীতি। হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর চরিত্রের নাম মল্লিকা। সিরিজের অনেক ক্ষেত্রেই কলকাঠি নাড়বেন তিনি। কিন্তু বাস্তবের রাজনীতি, মূলত ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত রাজনীতি নিয়ে কী মত অভিনেত্রীর?
টলিউডের রাজনীতি নিয়ে কী বললেন কনীনিকা?
ইন্ডাস্ট্রির রাজনীতি প্রসঙ্গে এদিন সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, 'হ্যাঁ, ইন্ডাস্ট্রির রাজনীতি বুঝলেও করে উঠতে পারিনি। তবে ইন্ডাস্ট্রির রাজনীতি না করলে ভালো কাজ পাওয়া খুবই মুশকিল। হয়তো টিকে যাওয়া যায়, এই যেমন আমি টিকে গেছি। কিন্তু এই রাজনীতি প্র্যাকটিস করা উচিত। আমায় একবার এক জ্যোতিষী বলেছিলেন তুমি বাস্তবেও অভিনয়টা করো। কিন্তু ওটা আমি করতে পারি না।'
আরও পড়ুন: হিট স্ট্রোকের পর অতিরিক্ত সচেতন বাদশা, মুম্বই ফিরেই ছাতার আড়ালে মুখ ঢাকলেন শাহরুখ
আরও পড়ুন: ভূস্বর্গে রোম্যান্টিক নয়, বরং বলিউডি মুডে রাতুল - রূপাঞ্জনা, ছেলেকে সঙ্গে নিয়ে নাচলেন কোন গানে?
প্রসঙ্গত আবার রাজনীতি সিরিজে কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, অর্জুন চক্রবর্তী, প্রমুখকে দেখা যাবে। এই সিরিজের প্রথম ভাগ ভীষণই সাড়া ফেলেছিল। এবার দ্বিতীয় ভাগ কেমন প্রতিক্রিয়া পায় দর্শকদের সেটাই দেখার।
এটা আমাদের গল্প নিয়ে কী বললেন কনীনিকা?
কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে শেষবার দেখা গিয়েছে এটা আমাদের গল্প ছবিতে। মানসী সিনহা পরিচালিত এই প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় আছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে কনীনিকাকে। সদ্যই এই ছবি ২৫ দিন পূর্ণ করল। সেই প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেত্রী।
জানালেন তিনি মানসী সিনহার লড়াই কাছ থেকে দেখেছেন। তাই তিনি চেয়েছিলেন এই ছবি অনেক দূর পর্যন্ত পৌঁছক।