বাংলা নিউজ > বায়োস্কোপ > Tanmay Bhatt : শিশুদের যৌন নিগ্রহ নিয়ে বহু পুরনো পোস্টের জেরে ব্যাঙ্কের বিজ্ঞাপন হারালেন তন্ময়

Tanmay Bhatt : শিশুদের যৌন নিগ্রহ নিয়ে বহু পুরনো পোস্টের জেরে ব্যাঙ্কের বিজ্ঞাপন হারালেন তন্ময়

বিতর্কে তন্ময় ভাট

তন্ময় ভাট লিখেছিলেন, ‘কী করে জানলেন শিশুরা ধর্ষণ পছন্দ করে না?’ আবার কখনও তিনি লিখেছিলেন, ‘শিশুদের নগ্ন ছবি দেখলে অদ্ভুত অনুভূতি হয়, হাহা, মনে হয় তোমার স্তন দেখছি।’ আবার তিনি গণেশের রূপ নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। যা নিয়ে নিন্দার ঝড় বয়ে যায় গোটা দেশে। 

হিন্দুদের ভাবাবেগে আঘাত, শিশুকে যৌন নিগ্রহ নিয়ে কুৎসিত পোস্ট করে নেটপাড়ার নাগরিকদের রোষের মুখে পড়েছিলেন কৌতুকশিল্পী তন্ময় ভাট। যদিও তন্ময় ভাটের সেই টুইটগুলি প্রায় ১১ বছরের পুরনো। তবে ফের পুরনো বিতর্কের জেরেই কাজ হারালেন কৌতুক শিল্পী। তন্ময় ভাটকে নিজেদের বিজ্ঞাপন থেকে সরিয়ে দিল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক।

সম্প্রতি তন্ময় ভাটের পুরনো সেই টুইটগুলির স্ক্রিনশট নিয়ে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে ট্যাগ করেন বেশ কয়েকজন নেটনাগরিক। মণিকা ভর্মা নামে এক নেটিজেন লেখেন, ‘আমি আপনার ব্যাঙ্কের একজন গ্রাহক। কিন্তু আপনার ব্যঙ্কের বিজ্ঞপনে একজন যে প্রচারের জন্য একজন হিন্দুফোবিক, মহিলা এবং শিশু নির্যাতনকারী তন্ময় ভাটকে নিয়োগ করেছেন। তাই আমি এবার আপনাদের ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট বন্ধ করার কথা ভাবতে বাধ্য হচ্ছি। যদি তা না চান, তাহলে ওঁর সঙ্গে সংযোগ বন্ধ করুন এবং প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিন’।

উদয় কোটাক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক প্রাইভেট লিমিটেডের টুইটার অ্যাকাউন্ট ট্যাগ করে শেফালি বৈদ্য নামে এক লেখিকা প্রশ্ন করেন, ‘সিরিয়াসলি, আপনারা নিজেদের ব্র্যান্ডে বিজ্ঞাপনের জন্য আর কাউকে খুঁজে পেলেন না? আমরা বেশ বুঝতে পারছি যে আপনাদের ব্র্যান্ডের মান পড়ছে। তন্ময় ভাটের বিরুদ্ধে বহু মহিলা যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। আপনার কাছ থেকে অবশ্যই আরও ভাল কিছু আশা করেছিলাম।'

আর এরপরেই কোটাক মাহিন্দ্র ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে লেখা হয়, 'আমরা, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেড, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আঘাত করে এমন অভিনেতাদের ব্যক্তিগত কোনও মতামতকে সমর্থন বা সমর্থন করি না। আমরা এই বিজ্ঞাপন তুলে নিচ্ছি।'

প্রসঙ্গত, ২০১২ সালে  তন্ময় ভাটের বেশকিছু টুইট নিয়ে নিন্দার ঝড় উঠেছিল, তাতে তিনি লিখেছিলেন, ‘কী করে জানলেন শিশুরা ধর্ষণ পছন্দ করে না?’ আবার কখনও তিনি লিখেছিলেন, ‘শিশুদের নগ্ন ছবি দেখলে অদ্ভুত অনুভূতি হয়, হাহা, মনে হয় তোমার স্তন দেখছি।’ আবার তিনি গণেশের রূপ নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। যা নিয়ে নিন্দার ঝড় বয়ে যায় গোটা দেশে। শুধু তাই নয়, একসময় লত মঙ্গেশকর, সচিন তেন্ডুলকরকে নিয়েও অবমাননাকর মন্তব্য করেছিলেন কৌতুকশিল্পী তন্ময় ভাট।

বন্ধ করুন