কথা ধারাবাহিক বর্তমানে টিআরপিতে বেশ ভালোই ফল করছে। সেরা পাঁচে জায়গা করে নিয়েছে স্টার জলসার এই মেগা। এবার দর্শকদের আগ্রহ বাড়াতে বেশ বড়সড় চমক নিয়ে আসতে চলেছে এই ধারাবাহিকের নির্মাতারা। আর সেটারই ঝলক এদিন প্রকাশ্যে আনা হল।
আরও পড়ুন: আসছে বিগ বস ১৮! কবে থেকে শুরু হচ্ছে সলমনের শো? শাইনি আহুজা সহ কাদের কাছে প্রস্তাব গেল অংশ নেওয়ার?
কী দেখা গিয়েছে কথা ধারাবাহিকের প্রোমোতে?
সাহেব ভট্টাচার্য এদিন তাঁর ফেসবুক প্রোফাইলে কথা ধারাবাহিকের নতুন প্রোমো পোস্ট করেন। আর সেখানেই দেখা যাচ্ছে মান্ডবি ওরফে ম্যান্ডি শাড়ি, শাঁখা পলা, সিঁদুর পরে এসে দাবি করতে থাকে যে এভি নাকি তাঁকে বিয়ে করেছে। যদিও এভি তাঁকে অস্বীকার করে। আর এরপরই সে হইচই বাঁধায়। এমন সময় কথা সেখানে এসে হাজির হয়। আর তাঁর মাথা থেকে জল ঢেলে দিয়ে কথা বলে, 'শুনুন শুনুন শুনুন, আমি আবার আমার বরের বিয়ে দেব। ওর সঙ্গে।'
আর স্ত্রীর মুখে এই কথা শুনেই চমকে যায় এভি। সে কথাকে জিজ্ঞেস করে তার মাথা খারাপ হল কিনা। উত্তরে নায়িকা বরকে চোখ মেরে জানায়, 'আরে এভাবে আমরা দুজন মান্ডবির তাণ্ডব বন্ধ করব।'
কে কী বলছেন?
ইতিমধ্যেই দর্শকরা জানিয়েছেন তাঁদের এই প্রোমো ভালো লেগেছে। এই ব্যক্তি লেখেন, 'এরকম কনসেপ্ট কি আশা করছিলাম, অন্যান্য সিরিয়ালের যেরকমটা হয় সেরকম খুব একঘেয়েমি লাগে।' আরেকজন লেখেন, 'আমি ভেবেই ছিলাম কারণ কথা তো তাণ্ডবির চরিত্রর (বজ্জাতির) কথা ভালো করেই জানে আর এভি তো অখাদ্য কুখাদ্য খেয়ে বাড়ি এসেছিল সেটাও কথা ধরে ফেলেছিল এমনিতেও যে তাণ্ডবির চরিত্রে অভিনয় করছে তার অভিনয় এবং তার চেহারা কিছুই পছন্দ হয় না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কোনও কথা হবে না জাস্ট সেরার সেরা প্রোমো, এই তাণ্ডবকে আর ভালো লাগছে কথা যেন দূর করতে পারে একেবারে এভির জীবন আর গুহ বাড়ি থেকে।'
আরও পড়ুন: কেবল অভিনয় নাচ নয়, গানেও সমান দক্ষ রুবেল! কিশোর কুমারের গান গেয়ে তাক লাগালেন 'নিম ফুলের' সৃজন
কথা ধারাবাহিক প্রসঙ্গে
কথা ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। এখানে মুখ্য ভূমিকায় আছেন সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সম্প্রচারিত হয় এই মেগা।