বাংলা নিউজ > বায়োস্কোপ > Kotha Update: ম্যান্ডিকে টাইট দিতে নতুন ছক কোষল কথা, সত্যিই কি এভির সঙ্গে বিয়ে দেবে নায়িকা?

Kotha Update: ম্যান্ডিকে টাইট দিতে নতুন ছক কোষল কথা, সত্যিই কি এভির সঙ্গে বিয়ে দেবে নায়িকা?

ম্যান্ডিকে টাইট দিতে নতুন ছক কোষল কথা

Kotha Update: কথা ধারাবাহিকে বেশ টানটান একটি মোড় আসতে চলেছে। সেখানে কি সত্যিই বরের সঙ্গে ম্যান্ডির বিয়ে দিয়ে দেবে নায়িকা?

কথা ধারাবাহিক বর্তমানে টিআরপিতে বেশ ভালোই ফল করছে। সেরা পাঁচে জায়গা করে নিয়েছে স্টার জলসার এই মেগা। এবার দর্শকদের আগ্রহ বাড়াতে বেশ বড়সড় চমক নিয়ে আসতে চলেছে এই ধারাবাহিকের নির্মাতারা। আর সেটারই ঝলক এদিন প্রকাশ্যে আনা হল।

আরও পড়ুন: আসছে বিগ বস ১৮! কবে থেকে শুরু হচ্ছে সলমনের শো? শাইনি আহুজা সহ কাদের কাছে প্রস্তাব গেল অংশ নেওয়ার?

আরও পড়ুন: 'ওকে বলেছিলাম হাত দেখে দিতে...' অপরাজিতা কবে নায়িকা হবেন ভবিষ্যদ্বাণী করেন বন্ধু টোটা! মিলেছিল সেই কথা?

কী দেখা গিয়েছে কথা ধারাবাহিকের প্রোমোতে?

সাহেব ভট্টাচার্য এদিন তাঁর ফেসবুক প্রোফাইলে কথা ধারাবাহিকের নতুন প্রোমো পোস্ট করেন। আর সেখানেই দেখা যাচ্ছে মান্ডবি ওরফে ম্যান্ডি শাড়ি, শাঁখা পলা, সিঁদুর পরে এসে দাবি করতে থাকে যে এভি নাকি তাঁকে বিয়ে করেছে। যদিও এভি তাঁকে অস্বীকার করে। আর এরপরই সে হইচই বাঁধায়। এমন সময় কথা সেখানে এসে হাজির হয়। আর তাঁর মাথা থেকে জল ঢেলে দিয়ে কথা বলে, 'শুনুন শুনুন শুনুন, আমি আবার আমার বরের বিয়ে দেব। ওর সঙ্গে।'

আর স্ত্রীর মুখে এই কথা শুনেই চমকে যায় এভি। সে কথাকে জিজ্ঞেস করে তার মাথা খারাপ হল কিনা। উত্তরে নায়িকা বরকে চোখ মেরে জানায়, 'আরে এভাবে আমরা দুজন মান্ডবির তাণ্ডব বন্ধ করব।'

কে কী বলছেন?

ইতিমধ্যেই দর্শকরা জানিয়েছেন তাঁদের এই প্রোমো ভালো লেগেছে। এই ব্যক্তি লেখেন, 'এরকম কনসেপ্ট কি আশা করছিলাম, অন্যান্য সিরিয়ালের যেরকমটা হয় সেরকম খুব একঘেয়েমি লাগে।' আরেকজন লেখেন, 'আমি ভেবেই ছিলাম কারণ কথা তো তাণ্ডবির চরিত্রর (বজ্জাতির) কথা ভালো করেই জানে আর এভি তো অখাদ্য কুখাদ্য খেয়ে বাড়ি এসেছিল সেটাও কথা ধরে ফেলেছিল এমনিতেও যে তাণ্ডবির চরিত্রে অভিনয় করছে তার অভিনয় এবং তার চেহারা কিছুই পছন্দ হয় না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কোনও কথা হবে না জাস্ট সেরার সেরা প্রোমো, এই তাণ্ডবকে আর ভালো লাগছে কথা যেন দূর করতে পারে একেবারে এভির জীবন আর গুহ বাড়ি থেকে।'

আরও পড়ুন: দুঃসময়, স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা: দক্ষ হাতে রাজনীতি সামলানোর পাশাপাশি সাহিত্য রচনাও করেছেন বুদ্ধদেব, কী কী লিখেছিলেন?

আরও পড়ুন: কেবল অভিনয় নাচ নয়, গানেও সমান দক্ষ রুবেল! কিশোর কুমারের গান গেয়ে তাক লাগালেন 'নিম ফুলের' সৃজন

কথা ধারাবাহিক প্রসঙ্গে

কথা ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। এখানে মুখ্য ভূমিকায় আছেন সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সম্প্রচারিত হয় এই মেগা।

বায়োস্কোপ খবর

Latest News

সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.