স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল কথা। সুস্মিতা এবং সাহেবের কেমিস্ট্রি ইতিমধ্যেই হিট হয়ে গিয়েছে। এবার এই ধারাবাহিকের একটি BTS দৃশ্য ভাইরাল হতেই হেসে খুন নেটপাড়া। কী ঘটেছে?
আরও পড়ুন : 'কত অসংখ্য মানুষের শ্রম, অসংখ্য দর্শক...' মাচা শো -কে অবজ্ঞা - তাচ্ছিল্য? ট্রোলারদের কড়া জবাব সুরজিতের
কী দেখা গেল কথার BTS দৃশ্যে?
কথা ধারাবাহিকের যে BTS দৃশ্য ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কথা অর্থাৎ সুস্মিতার চরিত্রটি ন্যাড়া হয়েছে। আর তাঁর সেই টাকেই সিঁদুর পরিয়ে দিচ্ছে তাঁর অনস্ক্রিন বর এভি অর্থাৎ সাহেব ভট্টাচার্য। শুধু সিঁদুর পরিয়ে সে ক্ষান্ত দেয়নি। আবার স্ত্রীর টাকে চুমুও খেয়েছে। তারপর নিজেরাই হেসে গড়িয়ে পড়েন।
আরও পড়ুন : পরনে টুকটুকে লাল শাড়ি, মাথায় শোলার মুকুট! বাঙালি রীতি মেনে ফের বর মাইকেলের গলায় মালা দিলেন শ্রীজিতা!
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে সুস্মিতা হেসে লুটোপুটি খাচ্ছেন। বাদ যাননি সাহেবও। তাঁকে অবশ্য সুস্মিতার ওই টাক মাথায় সিঁদুর পরা অবস্থার ছবি তুলতে বেশি মন দিতে দেখা গিয়েছে। এই ভিডিয়ো দেখে হেসে খুন নেটিজেনরাও।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'অ্যাক্টিং করা আসলেই অনেক কঠিন।' আরেকজন লেখেন, 'বাবা রে বাবা। এটা কী! হেসে হেসে পেট ব্যথা হয়ে গেল।' তৃতীয় জন লেখেন, 'টাকে সিঁদুর। এটাই বেস্ট। যেভাবে চুল পড়ছে কদিন পর আমিও এটাই করব।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'সবই বুঝলাম কিন্তু মাথার পিছন দিকটা অমন তুবড়ে গেল কীভাবে?'
কথা প্রসঙ্গে
কথা ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ সন্ধ্যা সাতটা থেকে সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় আছেন সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য।
আরও পড়ুন : 'এটার জন্যই তো পয়সা পাস', এদিকে লিফট ব্যবহারে নিষেধাজ্ঞা! অভিজ্ঞতা জানিয়ে প্রাক্তন সুইগি কর্মী লিখলেন...
আরও পড়ুন : মনোজ মিত্রের জন্মস্থানে নেই তাঁর কোনও স্মৃতিচিহ্ন, স্কুল থেকে গ্রাম- কেউ জানেই না 'বাঞ্ছারাম' সেখানকারই!