বাংলা নিউজ > বায়োস্কোপ > Kothamrito: ইন্টারভালে চমকে ওঠেন রণজয়, 'কথামৃত-য় গল্পের যোদ্ধা হল সংলাপ', বললেন পাভেল

Kothamrito: ইন্টারভালে চমকে ওঠেন রণজয়, 'কথামৃত-য় গল্পের যোদ্ধা হল সংলাপ', বললেন পাভেল

‘কথামৃত’র প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা রণজয় বিষ্ণু এবং পরিচালক পাভেল

Kothamrito: মুক্তির পর ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং পরিচালক পাভেল। তাঁদের চোখে ‘কথামৃত’ কেমন হয়েছে, কী বললেন তাঁরা, দেখুন-

‘কথামৃত’র গল্প মূলত সনাতন ও সুলেখাকে কেন্দ্র করে। ছবিতে সনাতন হলেন কৌশিক গঙ্গোপাধ্যায় আর সুলেখার চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য। ১৮ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। পরিচালনায় জিৎ চক্রবর্তী। জালান প্রোডাকশনের ব্যানারে, এক অব্যক্ত দাম্পত্যের গল্প ফুটে উঠেছে ছবিতে। 

ছবির বুননে ‘কথা’র একটা আলাদা গুরুত্ব রয়েছে। না বলতে পারা কথার আড়ালে আসল অনুভূতিটাই জীবন্ত। মুক্তির পর ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং পরিচালক পাভেল।

রণজয় বিষ্ণু: 

সম্পর্কের ছবি। একটা অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ হওয়ার ছবি। প্রিমিয়ারে ছবিটা দেখেছিলাম। ইন্টারভালে চমকে গিয়েছিলাম। এমন টানটান ইন্টারভাল খুব কম হয়। একটা সংসারে দু'জন মানুষের অবদানের গল্প এই ‘কথামৃত’। পরিচালক জিৎ এক অনবদ্য গল্প দর্শকদের উপহার দিয়েছে। 

ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতাদির অভিনয় অবশ্যই মানুষের মন কাড়বে। সনাতন আর সুলেখার গল্প আমাদের পাড়ার গল্প কিংবা আমাদের পাশের বাড়ির গল্প। যে গল্পের সঙ্গে মানুষ নিজেদের খুঁজে পাবে। ছবির গানগুলি দৃশ্যের সঙ্গে খুব মানানসই। একজন মানুষ কথা বলতে পারে না, অথচ তার মনের অনুভূতিগুলিকে কীভাবে লুকিয়ে রেখে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যায়, তার প্রতিচ্ছবি এই ‘কথামৃত’। 

অন্যদিকে, জলান প্রোডাকশনস বহুদিন পর প্রযোজনা করছে। নতুন পরিচালকদের কাজের সুযোগ দিচ্ছে, আমি মনে করি ইন্ডাস্ট্রি আরও ভালো কনটেন্টের ছবি উপহার পাবে তাদের হাত ধরে।

পাভেল:

এই ছবির সেরা যোদ্ধা হল পরিচালক জিৎ ও লেখক জিৎ। ইন্ডাস্ট্রি দুটো ভালো উপহার পেল। একটা ভালো পরিচালক উপহার পেল ও একটা ভালো লেখক উপহার পেল। আমার মনে হয় এই ছবির ইন্টারভাল এই বছরের সেরা ইন্টারভাল। 

অপরাজিতা আঢ্য ও কৌশিক গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কারণ ওঁরা দুজন খুব ভালো অভিনেতা, ভালো অভিনয় করবে সেটা সবাই জানতাম। কিন্তু এই গল্পের যোদ্ধা হল সংলাপ। প্রতিটি সংলাপ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। এই গল্পটা আমার আপনার পাড়ার গল্প। যে গল্পটা হয়তো আমরা রোজ দেখি। ছবিতে হাসি, কান্না সব রয়েছে। এই ছবি দর্শক না দেখলে দর্শকের লোকসান।

 

বন্ধ করুন