১১ অগস্ট, শনিবার অভিনেতা বনি সেনগুপ্তের জন্মদিন। আর তাই এইদিনে সেলিব্রেশন হবে না, তাও কি হয়! শুক্রবার রাত ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই সেলিব্রেশন শুরু হয়ে যায়। এদিন বনির জন্মদিন উপলক্ষে পার্টি দিয়েছিলেন কৌশানি মুখোপাধ্যায়। শুক্রবার রাতে জমিয়ে চলে পার্টি।
জন্মদিনের পার্টিতে কালো ডিজাইনার শার্ট ও সাদা জিন্স পরে ঢুকতে দেখা যায় বনিকে। শুক্রবার রাতে মা পিয়া সেনগুপ্তের সঙ্গে পার্টিতে ঢোকেন বনি। ছেলের জন্মদিনের পার্টিতে পিয়া সেনগুপ্ত পরেছিলেন কালো ও সোনালি রঙের ডিজাইনার ড্রেস। আর কৌশানি পরেছিলেন কালো রঙের হল্টার নেক গাউন।
জন্মদিনের পার্টিতে একাধিক কেক কাটেন বনি। আর কৌশানির তরফে এদিন বনির জন্য হাজির ছিল একাধিক উপহার। বনির জন্মদিন সেলিব্রেশনের সেই মুহূর্তগুলি উঠে এসেছে টলি অনলাইনের ইনস্টাগ্রাম পেজে।
এদিকে পার্টিতে নিজের ভালোবাসার মানুষ কৌশনিকে জড়িয়ে ধরতে দেখা যায় বনিকে। আর ঠিক তখনই পিছন থেকে উপরে উঠে আসতে দেখা যায় বনির মা পিয়াকে।
এদিকে শুক্রবার সকালে এক খুঁটি পুজোর উদ্বোধনে গিয়ে বনির জন্মদিনের পার্টির কথা জানিয়েছিলেন কৌশানি। কৌশানি বলেন, ‘আগেরদিন থেকেই পার্টি চলছে, আমি তাই খুব কম ঘুমিয়েছি। আজ রাতেও পার্টি আছে। আর বনি আমার থেকে অনেক গিফট পেয়েছে। বনি বলবে কিনা জানি না, আমি তাই আগে থেকেই বলে দিলাম।’ কিন্তু বনিকে কী উপহার দিয়েছেন কৌশানি? জানা যাচ্ছে ব্র্যান্ডেট বেল্ট, মানি ব্যাগ, টুপি উপহার দিয়েছেন কৌশানি। আর বনি নিজেকে নিজে একটা মোবাইল উপহার দিয়েছেন।
এদিকে বনির জন্মদিনে কৌশানি পার্টি দিলেও বাড়িতে এক্কেবারেই ঘরোয়াভাবে ছেলের জন্মদিন পালন করেন অভিনেতার বাবা অনুপ সেনগুপ্ত ও মা পিয়া সেনগুপ্ত। এদিন নিজের হাতে ছেলের জন্য রান্না করেছেন পিয়া। করেছিলেন ভাত, ডাল, পাঁচরকম ভাজা ফিসফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি পাতুরি, পায়েস, সঙ্গে ছিল মিষ্টি ও দই।
অন্যদিকে বনি-কৌশানির জন্মদিন উপলক্ষে অনুরাগীদের মনে এসে যায় তাঁদের বিয়ের কথা। এপ্রসঙ্গে বনি বলেন, ‘আগে যেমনটা বলেছিলেন, তেমনই ২০২৫-এই বিয়ের ইচ্ছে আছে।’