পুজো আসতে আর মাত্র কয়েকদিন। কমবেশি অনেকেই পুজোর কেনাকাটায় ব্যস্ত। বুধবার বৃষ্টির মধ্যে ধর্মতলার নিউমার্কেট ছিল মোটামুটি ভিড়ে ঠাসা। আর সেই ভিড়ের মাঝেই পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। পুজোর সেই ভিড় তখন ছত্রভঙ্গ হয়ে ক্রমশ কৌশানির দিকে ধেয়ে এল।
কৌশানির পরনে ছিল লাল শিফন শাড়ি আর কালো ব্লাউজ, খোলা চুল, আর গলায় পান্নার হার। কৌশানির মাথায় একজন ছাতা ধরেছিলেন ঠিকই, ভিড়ের ঠেলায় সেই ছাতা কী আর থাকে! যদিও কৌশানিকে বৃষ্টির মধ্যেই ভিজে ভিজেই নাচতে হল। নিউমার্কেটের রাস্তায় তখন কৌশানিকে ঘিরে ছিলেন বহুরূপীরা। তাঁদের সঙ্গেই ‘বহুরূপী’র ‘ডাকাতিয়া বাঁশি’ গানে জমিয়ে নাচলেন কৌশানি।
বুধবার এই বৃষ্টিভেজা এই রঙিন অনুষ্ঠানের মধ্যে দিয়েই মুক্তি পেল বহুরূপীর এই গান। যে গানটি গেয়েছেন খোদ বহুরূপী ননীচোরা দাস বাউল। এদিকে এই গানে কৌশানির এই নাচ লেন্সবন্দি করার জন্যই বৃষ্টির মধ্যে মানুষের ভিড় উপচে পড়ল। সেই মুহূর্ত উঠে এসেছে HT বাংলায়। এদিন সব শেষে সকলকে 'বহুরূপী' দেখার অনুরোধ করলেন কৌশানি।
আরও পড়ুন-সদ্য মা হওয়ার পরই কেন ‘জিগার’তে রাজি হয়েছিলেন? খোলসা করলেন আলিয়া
আগামী ৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘বহুরূপী’। আর এটাই এবার উইন্ডোজ প্রোডাকশনের পুজো রিলিশ। গত বছর থেকেই মুক্তি পাচ্ছে উইন্ডোজ প্রোডাকশনের পুজোর ছিল। গতবার মুক্তি পেয়েছিল 'রক্তবীজ'। আর এবার আসছে 'বহুরূপী'। প্রত্যেকবারই ছবির প্রচারে নজর কাড়ে উইন্ডোজ প্রোডাকশন। এবারও তার অন্যথা হচ্ছে না।
এই ছবিতে ASI সুমন্ত ঘোষালের চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। ছবিতে পলাশ ফুল আর মাটির সোঁদা গন্ধমাখা ঝিমলি চরিত্রে দেখা মিলবে কৌশানির, আর ঋতাভরী হাজির হবেন 'পরী' হয়ে। অন্যদিকে বিক্রম প্রামাণিক হয়ে এক্কেবারেই ভিন্ন মেজাজে এই ছবিতে ধরা দেবের শিবপ্রসাদ। এই ছবি মুক্তির আগে এই মুহূর্তে সবথেকে বেশি চর্চা হচ্ছে যে জুটিকে ঘিরে তাঁরা হলেন শিবপ্রসাদ-কৌশানি। তাঁদের জুটি নিয়ে কথা বলতে গিয়ে এর আগে কৌশানি বলেছিলেন, ‘শিবুদার সঙ্গে আমার রসায়ন হয়ত কেউ কখনও কল্পনাও করতে পারেননি।’ ইতিমধ্যেই কৌশানি-শিবপ্রসাদের শিমুল-পলাশ গানটি দর্শকদের মন কেড়েছে।