গত ৩ অক্টোবর সব জায়গায় ভাইফোঁটা বা ভাইদুজ আয়োজিত হল। বাদ যাননি অরূপ বিশ্বাসও। রাখির মতো তিনি ভাইফোঁটারও আয়োজন করেছিলেন। সেখানে হাজির ছিলেন নুসরত জাহান, কৌশানী মুখোপাধ্যায়ের মতো অভিনেত্রীরা। আর এদিন সেখানেই ডাকাতিয়া বাঁশি গানে নাচ করেন কৌশানী। সেটা ভাইরাল হতেই সমালোচনার ধুম পড়ে নেটপাড়ায়।
আরও পড়ুন: 'আমাদের গান নেওয়া হচ্ছে, কিন্তু গাইতে দেওয়া হচ্ছে না', ভরা মঞ্চেই টাপাটিনি নিয়ে আক্ষেপ উপল-অনিন্দ্যর!
কী ঘটেছে?
এদিন আনন্দবাজারের তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি মঞ্চের উপর বসে আছেন অরূপ বিশ্বাস। পাশেই বসে আছেন নুসরত জাহান। আর তাঁদের সামনে সদ্য মুক্তি পাওয়া এবং বক্স অফিস হিট বহুরূপী ছবি থেকে ডাকাতিয়া বাঁশি গানে নাচ করছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এই গানের হুক স্টেপ করতে দেখা যায় তাঁকে। উপস্থিত সকলে বেশ আনন্দ সহকারেই তাঁর নাচ উপভোগ করেছেন। কিন্তু ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বইল কটাক্ষের ধুম।
কী ঘটেছে?
অনেকেই এই পোস্টে বিরূপ, কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ছি ছি। বাংলার, বাঙালির রুচি কোথায় নেমেছে। এটা বাংলার সংস্কৃতি?' আরেকজন লেখেন, 'অভয়া এখনও বিচার পায়নি। ভুলে যাবেন না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'একটু কী একটা সিনেমা হিট হল, গানগুলো ভাইরাল হল অমনি নাচানাচি শুরু।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এটা ভাইফোঁটা না অন্য কিছু? বাঙালির ভাইফোঁটায় কবে থেকে আবার জলসার আসর বসতে শুরু করল?'
বহুরূপী ছবিটি প্রসঙ্গে
বহুরূপী ছবিটি ৮ অক্টোবর মুক্তি পেয়েছে বড় পর্দায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। বক্স অফিসে ইতিমধ্যেই এই ছবিটি ১৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নামে মানহানির মামলা
স্বরূপ বিশ্বাসের নামে ২৩৩ জন পরিচালক সরব হয়েছেন। আলিপুর নিম্ন আদালতে ২৩ কোটি টাকার মানহানির মামলা ঠুকেছেন তাঁরা। পুজোর আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বাংলা বিনোদন জগতে যৌন হেনস্থাকারীদের ৬০ শতাংশই ছবির পরিচালক। এমন মন্তব্য করার পরই পরিচালকরা তখনই প্রতিবাদ জানান। এবার মানহানির মামলা করা হল।