বহুরূপী ছবিটি মুক্তি পেতে যেন খ্যাতির শীর্ষে বিচরণ করছেন তিনি। দারুণ প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। বিশেষ করে তাঁর এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রসায়ন কেড়েছে সবার। কিন্তু তারপরও কেন কটাক্ষের মুখে পড়তে হল কৌশানী মুখোপাধ্যায়কে?
কী ঘটিয়েছেন কৌশানী?
সপ্তাহ খানেক আগে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়। সেখানে দেখা যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে তাঁর নতুন রিলিজ করা ছবি বহুরূপীর হিট গান ডাকাতিয়া বাঁশি থেকে বাংলা র্যাপের অংশটা গেয়ে শোনাচ্ছেন। লিরিক্স তাঁর যে সম্পূর্ণ মুখস্থ সেটা শুনেই বোঝা যাচ্ছে। তবুও তাঁকে ট্রোল্ড হতে হল। কেন? অভিনেত্রীর বাংলা উচ্চারণের কারণে।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'বাংলাটা আগে ভালো করে শেখা দরকার।' আরেকজন লেখেন, 'মানুষের রুচি শেষ হয়ে গেছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'বহুরূপী শিল্পের সাথে যারা পরিচিত নন তারা এর মুল্য বুঝবেন না।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'বাংলা বলতে এত কষ্ট কেন দিদি? উচ্চারণগুলো কেমন যানি অসম্পূর্ণ।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'এটা একটা বাঙালী অভিনেত্রীর বাংলা উচ্চারণ! যেন মনে হচ্ছে কোনও বিদেশি বা প্রবাসী বাঙালী জোর করে আঞ্চলিক বাংলায় ছড়া বলছে। কই সিনেমাতে তো এতো জড়তা ছিল না! সেখানে সে গেলাম কে গ্যালাম, যাবি কে য়াবি বলেনি। তার মানে স্বাভাবিক ভাবে কথা বলতে পারে, ইচ্ছে করে এরকম ন্যাকামি করে।'
বহুরূপী প্রসঙ্গে
বহুরূপী ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। এখানে উঠে এসেছে ব্যাঙ্ক ডাকাতির গল্প তাও বাস্তব ঘটনা অবলম্বনে। এই ছবিটি বক্স অফিসে ১২ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যে।
আরও পড়ুন: 'সব ভালোই চলছিল, হঠাৎই...' ৩ দিনের নোটিশে শেষ কাজল নদীর জলে, কারণ নিয়ে মুখ খুললেন মৈনাক-অরুণিমা
বহুরূপী ছবির খেতাব
এদিন শিবপ্রসাদ মুখোপাধ্যায় একটি ছবি পোস্ট করে জানান বহুরূপী ছবিটির মুকুটে নতুন পালক যোগ হল। ভারত নয়, পড়শি দেশ থেকে বিশেষ সম্মান পেয়েছে। এই বিষয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, 'বহুরূপীর প্রথম অভিনন্দন স্মারক এল প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বাংলাদেশ থেকে। ধন্যবাদ ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ধন্যবাদ চ্যানেল আই। সাগরভাই (ফরিদুর রেজা সাগর) কে আমার ও পুরো বহুরূপী টিমের প্রণাম ও শুভেচ্ছা।' বাংলা ছবির জগতে এত বড় সাফল্যের জন্য এই সম্মাননা দেওয়া হল বহুরূপী ছবিটিকে।