বক্স অফিসে 'বহুরূপী' ঝড় তুলেছে। গোটা দেশের বিভিন্ন হলে এখনও উইনডোজ-এর এই পুজোর ছবি হাউলফুল। ছবিতে 'ঝিমলি'র চরিত্রে দর্শকদের মন কড়েছেন কৌশানি মুখোপাধ্যায়। ছবির আইটেম ডান্স ‘ডাকাতিয়া বাঁশি’র সুরে মন মজেছে দর্শকদের। এদিকে ছবি সাফল্য পেতেই প্রেমিক বনির হাত ধরে দেশ ছেড়েছেন কৌশানি।
এই মুহূর্তে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া-তে বেড়াতে গিয়েছেন বনি-কৌশানি। সেখান থেকেই নানান ছবি ও ভিডিয়ো পোস্ট করছেন কৌশানি মুখোপাধ্যায়। তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বুঝতে পারবেন তানজানিয়ার বিখ্যাত জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। জঙ্গল থেকেও নানান ভিডিয়ো পোস্ট করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। খুব সম্ভবত এই ভিডিয়োটি সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক থেকে পোস্ট করেছেন অভিনেত্রী। কিন্তু একী জঙ্গলের মধ্যেই ট্রেন্ডিং 'ভুল ভুলাইয়া'র গানে যে নাচতে শুরু করলেন বনি-কৌশানি। ঠিক তখন তাঁর পিছন দিয়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে জেব্রার দলকে। ভিডিয়ো দেখলে যে কেউ ভাববেন একী কাণ্ড…।
আরও পড়ুন-কৌশাম্বির সঙ্গে দূরত্ব বেড়েছে? এবার অবশেষে মুখ খুললেন আদৃত রায়
তবে বনি-কৌশানির এই ভিডিয়ো ঘিরেও কিছু নেটিজেন ট্রোল করতে ছাড়েননি। একজন লিখেছেন, ‘তোমাদের সাহস কে দিল এসব গানে রিল বানানোর! বাঙালি বাংলা গানে রিল বানাও। এসব তোমাদের মানায় না।’ কেউ লিখেছেন, ‘মুভির তো কোন নাম গন্ধ নাই যতসব ঝাউলি আর ছাপ্রি গিরি।’ কারোর আবার মন্তব্য, ‘এই নাচটা যদি তোমরা বাঘের সামনে করতে তাহলে তোমাদের কী জে হতো! সেটা ভেবে হাসি পাচ্ছে।' কারোর মন্তব্য, 'এইরকম একটা জায়গায় এই নাচটাই করতে ইচ্ছে হল!' কারোর বিস্ময় প্রশ্ন, ‘জঙ্গলে গিয়ে কে নাচে!’ কেউ আবার বলেছেন, ‘বাঘ এলে কী হবে ভাই!’
আবার কখনও তানজানিয়ার জাঞ্জিবার-এর আদিবাসীদের সঙ্গে নেচেও রিল বানাতে দেখা গিয়েছে কৌশানি মুখোপাধ্যায়কে। আবার কখনও জাঞ্জিবার-এর সমুদ্রউপকূল থেকে নানান ছবি ও ভিডিয়ো পোস্ট করতে দেখা গিয়েছে কৌশানি মুখোপাধ্যায়কে।
প্রসঙ্গত, ভারত মহাসাগরের তীরে অবস্থিত পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হল তানজানিয়া। জাতিগত বৈচিত্র্যে সমৃদ্ধ এই দেশটিতে প্রায় ১০০টির মত ভিন্ন ভিন্ন ভাষা প্রচলিত রয়েছে। ১৯৬৪ সালে তাঙ্গানিকা ও জাঞ্জিবার দেশদুটির একটি মিলিত ফেডারেশন হিসেবে তানজানিয়া দেশটি প্রতিষ্ঠা করা হয়। তাঙ্গানিকার ‘তান’ ও জাঞ্জিবারের 'জান' শব্দাংশ দুইটি থেকে দেশটির নাম ‘তানজানিয়া’ রাখা হয়েছে। তানজানিয়ার উত্তরে কেনিয়া ও উগান্ডা, পূর্বে ভারত মহাসাগর, দক্ষিণে মোজাম্বিক, মালাউই ও জাম্বিয়া এবং পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বুরুন্ডি ও রুয়ান্ডা। ভারত মহাসাগরের জাঞ্জিবার ও পেম্বাসহ আরো কয়েকটি ভারত মহাসাগরীয় দ্বীপ দেশটির সীমান্তের অন্তর্ভুক্ত এবং তানজানিয়ার মোট আয়তন ৯,৪৫,১০০ বর্গকিলোমিটার।