বাংলা নিউজ > বায়োস্কোপ > যাঁরা বলেন যে আমি অভিনয় করতে পারি না, তাঁদের এটাও জানা উচিত যে, আমাকে সুযোগই দেওয়া হয়নি খুব একটা: কৌশানী

যাঁরা বলেন যে আমি অভিনয় করতে পারি না, তাঁদের এটাও জানা উচিত যে, আমাকে সুযোগই দেওয়া হয়নি খুব একটা: কৌশানী

কৌশানী মুখোপাধ্যায়

'বহুরূপী'-তে নিজের এই নয়া অবতার নিয়ে কথা বলতে গিয়ে অকপট কৌশানী জানান, তিনি বেশির ভাগ ক্ষেত্রেই ভালো অভিনয় করার সুযোগ পাননি। নায়িকার কথায়, ইন্ড্রাস্টি তাঁকে সেই সুযোগ খুব একটা দেয়নি।

আদ্যোপান্ত বাণিজ্যিক সিনেমার পরিচিত মুখেরা এখন মেতেছেন ছক ভাঙার নেশায়, বেছে নিচ্ছেন ভিন্ন স্বাদের কাজ। নানা লুকে, নানা চরিত্রে অভিনয় করে তাঁরা যেমন দর্শকদেরও মন কাড়ছেন, তেমনই নজর কাড়ছেন সমালোচকদের। আর এই তালিকায় যে নামগুলি রয়েছে তাঁদের মধ্যে অন্যতম হলেন কৌশানী মুখোপাধ্যায়। 'আবার প্রলয়'-তে তিনি একেবারে অন্য লুকে ধরা দিয়েছিলেন, 'বহুরূপী'-তেও তার ব্যতিক্রম নয়। নিজের এই নয়া অবতার নিয়ে কথা বলতে গিয়ে অকপট কৌশানী জানান, তিনি বেশির ভাগ ক্ষেত্রেই ভালো অভিনয় করার সুযোগ পাননি। নায়িকার কথায়, ইন্ড্রাস্টি তাঁকে সেই সুযোগ খুব একটা দেয়নি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'যাঁরা বলেন যে আমি অভিনয় করতে পারি না, তাঁদের এটাও জানা উচিত যে আমাকে সুযোগও দেওয়া হয়নি খুব একটা। তবে যেখানে সুযোগ পেয়েছি সেখানে নিজের ১০০০ শতাংশ দিয়েছি। আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি প্রতিনিয়ত। দেখিয়ে দিয়েছি যে আমিও পারি। তাই 'বহুরূপী'-তে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য শিবুদা (শিবপ্রসাদ মুখোপাধ্যায়), নন্দিতাদি (নন্দিতা রায়)-সহ পুরো উইন্ডোজ প্রোডাকশ হাউসের কাছে আমি খুব কৃতজ্ঞ।'

আরও পড়ুন: ‘বদনামও রয়েছে ইন্ড্রাস্টিতে…’, বহুরূপীর পোস্টার লঞ্চে রাজকে নিয়ে কী বললেন কৌশানী

নায়িকার মতে, 'একজন অভিনেতা অভিনেত্রী কতটা ভালো পারফর্ম করল তার অনেকটা নির্ভর করে পরিচালকের উপর। তিনি কীভাবে তাঁকে কাজে লাগাছেন। লুক সেট থেকে শুরু করে, একজন অভিনেতার মধ্যে থেকে অভিনয়কে বের করে আনা সবটাতে একজন পরিচালকের অনেকটা কৃতীত্ব থাকে। আমার মনে হয় ভালো পরিচালক পেলে শিল্পীরাও ভালো ভাবে কাজ করতে পারে। আমাদের 'বহুরূপী'-এর যে চিত্রনাট্য তার মাধ্যমে আমি আরও একবার দর্শকদের কাছে নিজেকে নতুন করে প্রমান করার সুযোগ পেয়েছি। আমার মনে হয় দর্শকরা এবারও আমাকে নতুন ভাবে পাবেন। তাছাড়া আমি নিজেও এরকমই চ্যালেঞ্জিং চরিত্র করতে চাই। তার জন্য যদি বছরে দুটো কাজ করতে পারি তাই করব। কিন্তু ভুলভাল ছবি করব না। একটা সিনেমা এল গেল কেউ জানতেও পারল না সেটা করার থেকে বছরে দুটো কাজ করা ভালো।

আরও পড়ুন: মায়ের স্বপ্ন ছিল, উপর থেকে দেখে খুশি হচ্ছে, আবেগতাড়িত কৌশানী

গত বছর পুজোয় বক্স অফিসের ঝড় তুলেছিলেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘রক্তবীজ’। আর এ বছরের পুজোয় আসছে তাঁদের নতুন ছবি ‘বহুরূপী’। সেখানেই কৌশানী মুখোপাধ্যায় ধরা দেবেন একেবারে ভিন্ন অবতারে। প্রথম লুকেই দেখা গিয়েছে কৌশানীর খোঁপায় পলাশ, কপালে চন্দন, নাকে নোলক। এই ছবিতে তাঁর চরিত্রের নাম ‘ঝিমলি'। এই প্রথমবার তিনি 'উইন্ডোজ'-এর ছবিতে কাজ করছেন, তাও আবার একেবারে ডিগ্ল্যাম চরিত্রে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

হায়দরাবাদে প্রবল বৃষ্টি, খেলা কি হবে? ম্যাচের দিন আবহাওয়া কেমন থাকবে? ব্রালেটের সঙ্গে লাল শাড়িতে অনন্যা আলিয়া! কার হাত ধরে এলেন কাজলদের পুজোয়? 'IPL নিলামে কত দর উঠবে আমার?', পন্তের প্রশ্নে নেটপাড়া বলল 'মদ খেয়ে টুইট করো না' শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.