সৃজিত মুখোপাধ্যায়ের হাতে এখন ঠাসা কাজ। এই মাসেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। এরপর আছে উইঙ্কল টুইঙ্কল। আর তারই মাঝে শোনা গিয়েছিল হেমলক সোসাইটির সিক্যুয়েলের কথা। এবার জানা গেল সৃজিতের সেই ছবিতে নায়িকা হচ্ছেন কে। কৌশানি মুখোপাধ্যায়কে দেখা যাবে মুখ্য মহিলা চরিত্রে।
আরও পড়ুন: পুলে কবীরের সঙ্গে জলকেলি কৃতির! চর্চিত প্রেমিকের সঙ্গে কোথায় বর্ষবর্ষণ করলেন নায়িকা?
আরও পড়ুন: ছেড়েছেন কবিতা লেখা, এবার ক্যামেরার সামনে ধরা দিলেন জয় গোস্বামী! কোথায় দেখা যাচ্ছে সেই শর্টফিল্ম?
সৃজিতের ছবিতে কৌশানি
সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি কিলবিল সোসাইটি। জানা গিয়েছে এই ছবিটি নাকি হেমলক সোসাইটির সিক্যুয়েল। আর সেখানেই মুখ্য মহিলা চরিত্রে দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়কে। প্রধান পুরুষ চরিত্রে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। হেমলক সোসাইটিতেও তিনি ছিলেন প্রধান চরিত্রে। যদিও তাঁর সঙ্গে ছিলেন কোয়েল মল্লিক। তবে এবার তাঁর জায়গায় থাকবেন কৌশানি। এই প্রথমবার এই দুই তারকাকে একে অন্যের বিপরীতে দেখা যাবে।
প্রসঙ্গত সাম্প্রতিককালে বারবার চর্চায় উঠে এসেছেন কৌশানি মুখোপাধ্যায়। এবং তাঁর কাজের জন্যই। পুজোর সময় মুক্তি পাওয়া উইন্ডোজ প্রোডাকশন হাউজের বহুরূপী ছবিটিতে তিনি রীতিমত তাক লাগিয়েছেন। তাঁর এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রসায়ন মনে ধরেছে দর্শকদের। এছাড়াও রাজ চক্রবর্তী পরিচালিত আবার প্রলয় সিরিজেও কৌশানি নজর কেড়েছিলেন। জানা গিয়েছে সেই দুটো কাজ দেখেই সৃজিত নিজের ছবিতে অভিনেত্রীকে কাস্ট করেছেন। তাঁর মতে অভিনেত্রীর মধ্যে দক্ষতা আছে চরিত্রকে ফুটিয়ে তোলার।
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো। কিলবিল সোসাইটি ছবিটির জন্য সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম পছন্দ ছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু ছবিতে চুমুর দৃশ্য থাকায় তিনি সেটা করতে চাননি। আপত্তি জানিয়ে ছবি থেকে সরে দাঁড়িয়ে। যদিও এই ছবির চিত্রনাট্য তাঁর পছন্দ হয়েছিল, পাকা সিদ্ধান্ত জানানোর জন্য সময়ও চান। আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী মাসখানেকের মতো সময় পেরিয়ে গেলেও তিনি যখন কিছু জানাননি তখন কৌশানিকে চূড়ান্ত করে ফেলা হয়। অন্যদিকে সেই সময়ই নাকি মিমি শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন এই ছবির জন্য। কিন্তু কৌশানিকে সৃজিত বেছে ফেলায় সেটা আর হয়নি।
আগামী ফেব্রুয়ারি মাস থেকে কিলবিল সোসাইটি ছবিটির শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।