বর্তমানে অভিনেতা-অভিনেত্রীরা তাঁদের লুক ও চরিত্র নিয়ে যে এক্সপেরিমেন্ট শুরু করেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। আদ্যোপান্ত বাণিজ্যিক সিনেমার পরিচিত মুখেরা এখন মেতেছেন ছক ভাঙার নেশায়, বেছে নিচ্ছেন ভিন্ন স্বাদের কাজ। নানা লুকে, নানা চরিত্রে অভিনয় করে তাঁরা যেমন দর্শকদেরও মন কাড়ছেন, তেমন নজর কাড়ছেন সমালোচকদের। সবটা মিলিয়ে প্রশংসা পাচ্ছেন যথেষ্ঠই। আর এই তালিকায় যে নামগুলি রয়েছে তাঁদের মধ্যে অন্যতম হলেন কৌশানী মুখোপাধ্যায়। 'আবার প্রলয়'-তে মোহিনী মা রূপে নজর কেড়েছিলেন নায়িকা, এবার তিনি ‘বহুরূপী’-তেও ফিরছেন একেবারে নতুন লুকে, ভিন্ন চরিত্রে। ছবি মোশন পোস্টারেই তার বেশ কিছুটা ঝলক মিলেছে।
গত বছর পুজোয় বক্স অফিসের ঝড় তুলেছিলেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘রক্তবীজ’। আর এ বছরের পুজোয় আসছে তাঁদের নতুন ছবি ‘বহুরূপী’। সেখানেই কৌশানী মুখোপাধ্যায় ধরা দেবেন একেবারে ভিন্ন লুকে। শুক্রবারেই মুক্তি পেল নন্দিতা-শিবপ্রসাদের নতুন ছবির মোশন পোস্টার! সেখানে দেখা গিয়েছে কৌশানী মুখোপাধ্যায়ের লুক। খোঁপায় পলাশ, কপালে চন্দন, নাকে নোলক টলিপাড়ার চেনা কৈশানীর থেকে একেবারে ছকভাঙ্গা অবতারে হাজির নায়িকা। ‘বহুরূপী’র নতুন মোশন পোস্টারে মিষ্টি হাসিতে মন কেড়েছেন তিনি।
আরও পড়ুন: মা নীতার ২০০ কোটির বাজুবন্ধ পরে বিয়ে করলেন অনন্ত, এর সঙ্গে রয়েছে মুঘলদের যোগ!
এই ছবিতে তাঁর চরিত্রের নাম ‘ঝিমলি'। এই প্রথমবার তিনি 'উইন্ডোজ'-এর ছবিতে কাজ করছেন, তাও আবার একেবারে ডিগ্ল্যাম চরিত্রে। ফলে তাঁর এই নতুন অবতার যে দর্শকদের মন কাড়বে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: 'একটা ম্যাজিক হত…' চোখের বালিতে ঐশ্বর্যর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অকপট প্রসেনজিৎ
প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর সিরিজ ‘আবার প্রলয়’-তে ‘মোহিনী মা’য়ের চরিত্রে দেখা গিয়েছিল কৌশানীকে। সেই সিরিজে তাঁর চরিত্র সকলকে মুগ্ধ করেছিল। লাইমলাইট কেড়ে নিয়েছিল নায়িকার চোখের ভাষা, শরীরিভঙ্গি। এই সিরিজের জন্য আলাদা করে বিশেষ ভাষা এবং রণকৌশল রপ্ত করতে হয়েছিল তাঁকে। সবটা মিলিয়ে প্রশংসিত হয়েছিলেন তিনি। প্রমাণ করে দিয়েছিলেন কেবল মূল ধারার ছবি নয়, ভিন্ন ধারাতেও তিনি সমান সাবলীল। আবারও সেই কথা আরও একবার প্রমাণ করতে নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’তে ফিরছেন নায়িকা। দেখার পালা পুজোয় তাঁর নতুন লুক কতটা ঝড় তোলে বক্স অফিসে।
উল্লেখ্য, কৌশানীর লুক প্রকাশ্যে আসার কয়েক দিন আগেই, অর্থাৎ রথযাত্রার দিন SI সুমন্ত রূপে বহুরূপী-তে আবির চট্টোপাধ্যায়ের প্রথম লুক প্রকাশ্যে আনা হয়েছিল উইন্ডোজ প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।