বাংলা নিউজ > বায়োস্কোপ > Koushani Mukherjee: মঞ্চে ‘হেঁড়ে গলায় গান’ কৌশানির, উদ্দাম নাচ ‘কাকুর’! ভাইরাল ভিডিয়ো নিয়ে চলছে হাসাহাসি

Koushani Mukherjee: মঞ্চে ‘হেঁড়ে গলায় গান’ কৌশানির, উদ্দাম নাচ ‘কাকুর’! ভাইরাল ভিডিয়ো নিয়ে চলছে হাসাহাসি

কৌশানির গান নিয়ে ট্রোলিং। 

কৌশানির মঞ্চে গান গাওয়ার ভিডিয়ো ভাইরাল। সুর-তালের ত্রুটি খুঁজে বের করে কটাক্ষে ভরালেন নেটিজেনরা। 

দিনকয়েক আগে চুটিয়ে জন্মদিন পালন করলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। তার আগের দিন দক্ষিণেশ্বর মন্দিরে প্রেমিক বনির সঙ্গে পুজোও দিতে যান অভিনেত্রী। সঙ্গে ছিল তৃণমূলের মদন মিত্র। এসবের মাঝেই ভাইরাল কৌশানির স্টেজ শো-র একটি ভিডিয়ো। যা দেখে চোখ কপালে নেটিজেনদের। হল প্রবল হাসাহাসি।

কালো-র উপর রূপালি কাজের রম্পারে মঞ্চে কৌশানি। চোখে রোদচশমা। খোলা চুল। একটার পর একটা জনপ্রিয় বলিউড গান গেয়ে চলেছেন তিনি। লুঙ্গি ডান্স গাইলেন, সঙ্গে ‘তেরে বিনা কিক মুঝে মিলতি নেহি’-র মতো গান। আর সেই ভিডিয়োতেই দেখা গেল কৌশানির পাশে উদ্দাম নাচে ব্যস্ত সাদা শার্ট পরা এক ‘কাকু’।

ভাইরাল হওয়া এই ভিডিয়োর কমেন্ট সেকশনে একজন লিখেছেন, ‘গানটা শুনে চোখে জল এল’। অপরজন লিখলেন, ‘কাকা কাকা বাড়ি যাও। এর বেশি কৌশানির সঙ্গে নাচলে কাকিমা আর বাড়িতে ঢুকতে দেবে না।’ তৃতীয়জনের কমেন্ট, ‘এরকম হেঁড়ে গলা শুনে চক্ষু আমার চড়কগাছ। আজ রাতে আর ঘুম আসবে না।’ আরও পড়ুন: রূপান্তরকামী অন্বেষা না শুভদীপ নাকি অনুরাধা বা শ্রেয়া! কে জিতবে সুপার সিঙ্গার ৪?

লুঙ্গি ডান্স গানের ভিডিয়োতেও এই একই হাল। যেখানে একজন মন্তব্য করেছেন, ‘আরও বেশি করে কৌশানির গান শুনতে চাই আমি। এত ভালো সুরেলা গলা আমি এর আগে শুনিনি। এই গান শোনার পর সারাজীবন আমার আর গান শোনার দরকার পড়বে না।’ আরেকজন লিখলেন, ‘এবার বুঝলাম লিডিং মোস্ট হিরো-কে কেন এত পছন্দ। একেবারে রব নে বানা দি জোড়ি।’ আরও পড়ুন: লন্ডনের ক্লাবে ওরির সঙ্গে নিসা! আলো-আঁধারির নেশা ধরানো পরিবেশে কাজল-অজয় কন্যা

কৌশানির জন্মদিনে শহরের এক রেস্তোরাঁয় বাবা-মার সঙ্গে গিয়েছিলেন অভিনেত্রী। যেখানে গিয়েছিলেন বনিও। আর সেখানেই সাংবাদিকদের সামনে কৌশানির বাবা স্পষ্ট বলেন, ‘২০২৪ সালেই ওদের বিয়েটা হবে’। একথা শুনে লজ্জায় লাল তারকা জুটি, বেশ অস্বস্তিতে পড়তে হল নায়িকাকে। কিন্তু বাবার কথায় প্রতিবাদ জানালেন না অভিনেত্রী। বোঝাই যাচ্ছে তলে তলে বিয়ের পরিকল্পনা অনেকটাই এগিয়েছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন