ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তিনি। দেশে বিদেশে ছড়িয়ে তাঁর অগুনতি ভক্ত। তাঁর গায়কীতে মুগ্ধ সকলে। সেই কৌশিকী চক্রবর্তী যখন ঠিক কৌশিকী চক্রবর্তী হয়ে ওঠেননি সেই সময়কার একটা ভিডিয়ো পোস্ট করলেন তিনি। আর তাঁর সেই অদেখা ভিডিয়ো দেখে আবারও মুগ্ধতায় ভাসলেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন: কয়লা চুরি থেকে কুড়ুল হাতে মারকাটারি অ্যাকশন! খাদানের প্রথম ঝলকেই আগুন ঝরালেন দেব
আরও পড়ুন: 'শেষ ২ টো ছবি আর...' ৩৭ বছরেই অবসর গ্রহণের সিদ্ধান্ত বিক্রান্তের! হতভম্ব ভক্তরা
কী পোস্ট করলেন কৌশিকী?
কৌশিকী চক্রবর্তী এদিন সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তাঁকে রাগ মণি খামাজের একটি গান গাইতে শোনা যায়। আর গায়িকা নিজেই ভিডিয়োতে জানিয়ে দেন এই ভিডিয়োটি আজ থেকে প্রায় ২০ বছর আগের। তাঁর সঙ্গে সেদিন মঞ্চে তাঁর বাবা পণ্ডিত অজয় চক্রবর্তীও ছিলেন।
কৌশিকী চক্রবর্তী এদিন এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, ' আমার আর্কাইভ থেকে একটা সত্যিকারের জেম প্রকাশ্যে আনলাম। কৌশিকীর একটা পুরোনো ভার্সনের শিখে অতীতে ফিরে গেলাম। আজকের যে দক্ষ পারফর্মারকে চেনেন সে নয় কিন্তু! এই ভিডিয়োতে ২৪ বছর বয়সী পুরোনো কৌশিকী চক্রবর্তীকে দেখা যাচ্ছে যে নিজের ভিতরে চলে দ্বন্দ্বগুলোকে সঙ্গে নিয়েই মঞ্চে পারফর্ম করছে। কৃতজ্ঞতায় মন ভরে আসছে যে ভাগ্য কতটা প্রসন্ন হল বাবা হারমোনিয়ামে ছিল সেদিন আর শ্রী সমর সাহাজি তবলায়। ওঁর দুজনেই আমায় এই সফরে পথ দেখিয়েছেন। অনিশ্চয়তা থেকে শিল্পী হওয়ার সফর। সঙ্গীতের পরিবর্তনের স্বাদে ডুবে যান।'
কে কী বলছেন?
কৌশিকী চক্রবর্তীর পোস্ট করা এই ভিডিয়ো রীতিমত ভাইরাল। প্রায় দেড় লাখ বার দেখা হয়েছে ভিডিয়োটি। এক ব্যক্তি ৪৪ বছর বয়সী শিল্পীর পোস্টে লেখেন, 'কণ্ঠে স্বয়ং মা স্বরস্বতী বসেছেন।' আরেকজন লেখেন, 'মা গো তুমি যে ঐ বয়স থেকেই গানটা দেখতে পাও, সেটা তোমার ইষ্ট দেবীর আশীর্বাদ। আরো এগিয়ে যাও এই প্রার্থনা জানাই।' তৃতীয়জনের মতে, 'জাস্ট অসাধারণ। বেশ মনে আছে সেই সময়ের কৌশিকীর কথা।' চতুর্থ জন লেখেন, ‘আপনার উপমা আপনি নিজেই।’
আরও পড়ুন: বক্স অফিসে ভরাডুবি, এদিকে আন্তর্জাতিক স্তরে সম্মানিত পদাতিক! সৃজিতের ছবি পেল কোন কোন তকমা?
প্রসঙ্গত কৌশিকী চক্রবর্তীকে বর্তমানে জি বাংলার পর্দায় দেখা যাচ্ছে। তিনি এবারের সারেগামাপার অন্যতম বিচারক। জুটি বেঁধেছেন ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গে।