ঠিক যেন দিল তো বাচ্চা হ্যায় জি! ছোটবেলায় শীত পড়া মানেই অনেকগুলো জিনিসের মধ্যে অন্যতম পছন্দের কাজ ছিল ব্যাডমিন্টন খেলা। আর এদিন সারেগামাপার শ্যুটিংয়ের ফাঁকে সেই স্মৃতি উসকে নস্টালজিয়ায় ভাসলেন কৌশিকী চক্রবর্তী, শান্তনু মৈত্র, ইমন চক্রবর্তীরা।
আরও পড়ুন: কয়লাখনিতে 'কিশোরী' ইধিকার সঙ্গে রোম্যান্স দেবের! অন্তরা-রথিজিতের গান শীতেই আনল বসন্তের আমেজ
কী ঘটেছে?
এদিন কৌশিকী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তিনি একটি শ্যুটিং সেটে ব্যাডমিন্টন খেলছেন। আশেপাশে অনেকগুলো ভ্যানিটি ভ্যান রাখা। পিছনে কিছু ডেকোরেশন দেখা যাচ্ছে। একটু খেয়াল করতেই বোঝা গেল এটা জো বাংলার রিয়েলিটি শো সারেগামাপার সেট। শ্যুটিংয়ের ফাঁকে সেখানেই ছোটবেলার স্মৃতি উসকে ব্যাডমিন্টন খেলছেন কৌশিকী চক্রবর্তী। পরনে নীল কুর্তা এবং জিন্স।
না, তবে একা কি আর ব্যাডমিন্টন খেলা যায়? এদিন তাঁর সঙ্গী হিসেবে ছিলেন এই রিয়েলিটি শোয়ের তাঁর দুই সহ বিচারক শান্তনু মৈত্র এবং ইমন চক্রবর্তী। এই ভিডিয়োর মধ্যেই গায়িকা লিখে দেন, 'আমার যে গুণগুলোর কথা কেউ জানেন না তেমন।'
ভিডিয়োরি পোস্ট করে কৌশিকী চক্রবর্তী এদিন লেখেন, 'ছোটবেলায় ফিরে গেলাম আবার। আমার পাগলামির একেবারে পারফেক্ট সঙ্গী শান্তনু মৈত্র এবং ইমন চক্রবর্তী।' অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনি সব কিছুতেই তো দেখছি একেবারে নিখুঁত।' আরেকজন লেখেন, 'মা সরস্বতী আবার আজকাল ব্যাডমিন্টনও খেলছে নাকি!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'খালি গান নয়, আপনি ব্যাডমিন্টনটাও বেশ ভালোই খেলেন দেখছি।'
আরও পড়ুন: মালাবদল নয়, চলচ্চিত্র উৎসবের মঞ্চে উত্তরীয় বদল সারলেন দেব-রুক্মিণী! নেপথ্যে মমতা, ব্যাপারটা কী?
প্রসঙ্গত কৌশিকী চক্রবর্তীকে বর্তমানে জি বাংলার পর্দায় সারেগামাপায় দেখা যাচ্ছে বিচারক হিসেবে। সেখানে বিচারক হিসেবে আছেন শান্তনু মৈত্র, ইমন চক্রবর্তী, জাভেদ আলি, জোজো, অন্তরা মিত্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, এবং রাঘব চট্টোপাধ্যায়। সঞ্চালক হিসেবে আছেন আবির চট্টোপাধ্যায়। প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯টা থেকে সম্প্রচার হয় এই শো।