সুদীর্ঘ কেরিয়ারে লাখ লাখ দর্শক মনে জায়গা করে নিয়েছেন কোয়েল মল্লিক। বর্তমানে ছেলে কবীরকে বড় করতে একটু ব্যস্ত। তাই কমিয়েছেন কাজের সংখ্যা। যদিও অনুরাগীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা তাতে একটুও কমেনি। পুজোতেই আসছে তাঁর মিতিন মাসি সিনেমা। যার জন্য মুখিয়ে আছে একাংশ।
সুচিত্রা ভট্টাচার্যের ‘মিতিন মাসি’ অবলম্বনেই তাঁর পরের সিনেমার শ্যুট চলছে জামশেদপুর থেকে ২০ কিমি দূরে দলমা পাহাড়ে। অরিন্দম শীলের পরিচালনায় ফের একবার, এবার ‘জঙ্গলে মিতিন মাসি’। সম্প্রতি শেষ হয়েছে ছবির শ্যুটিং। ৪৭ ডিগ্রি গরমে এই ছবির শ্যুটিং করেছেন গোটা ইউনিট। তখনকারই একটা ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে নিলেন কোয়েল। যখন শ্যুটের ফাঁকে গিয়েছিলেন দলমা পাহাড়ে থাকা মন্দিরে পুজো দিতে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে টপ ট্রাউজার পরে আছেন। কখনও মন্দিরে থাকা ঘণ্টা বাজাচ্ছেন, তো কখনও বা ঠাকুরের বিগ্রহের সামনে ভক্তিভরে মাথা নোয়াচ্ছেন। পাহাড়ের খাঁজে দাঁড়িয়ে পোজও দিয়েছেন। একেবারে নো মেকআপ লুক, বোঝাই যাচ্ছে শ্যুটের ফাঁকে সময় মিলতে চলে এসেছেন ভগবান দর্শনে।
এক নেটিজেন কোয়েলের এই ভিডিয়োতে উপদেশ দিয়ে লেখেন, ‘হিন্দু হিসেবে আমাদের উচিত মন্দিরে শাড়ি বা সালোয়ার পরে যাওয়া। আমি আপনাকে বিচার করছি না, তবে এটাই আমাদের সংস্কৃতি।’
তবে সেই কমেন্টেরই জবাবে কোয়েল লিখলেন, ‘ভক্তি মনের ব্যাপার, পোশাকের নয়। আমিও আপনাকে বিচার করছি না। ’

ট্রোলারকে জবাব কোয়েলের।
চোরাশিকারীদের বিরুদ্ধে লড়াই এবং জয়ের গল্প নিয়েই এবারের সিনেমা। মহিলা ডিটেকটিভ হিসেবে বইয়ের পাতায় যতটা জনপ্রিয় ছিলেন মিতিন, ঠিক ততটাই বড় পরদাতেও জনপ্রিয়তা এনে দিয়েছে কোয়েলের সাবলীল অভিনয়। প্রসঙ্গত, এই প্রথম তিনি একরত্তি সন্তান কবীরকে ছেড়ে আউটডোরে। জঙ্গল বলেই খুব সম্ভবত খুদে ছেলেকে সঙ্গে আনতে সাহস পাননি। যদিও মায়ের মন বলে কথা। প্যাকআপের পর, শটের ব্রেকে ফোন চলে যেত কলকাতায়। খোঁজ নিতেন ছেলের। ১৪ দিন কবীরকে ছেলে কাটানো সত্যিই সহজ ছিল না!
কলকাতা ফিরে গোটা টিমের সঙ্গে ছবি পোস্ট করে কোয়েল লিখেছিলেন, ‘শ্যুটিং শেষ। মিতিন মাসি হওয়ার অভিজ্ঞতা দুর্দান্ত। ৪৭ ডিগ্রিতে শুট করে অবস্থা যদিও বার্বিকিউ আর গ্রিলড। গভীর জঙ্গলে শুটিং করে গিয়েছি আমরা। এই সিনেমার অংশ হতে পেরে আমি সত্যি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)