আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা বাংলা। অবশ্য শুধু বাংলাতেই আর আটকে নেই এই প্রতিবাদ। আগুন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এদিকে, আরজি কর নিয়ে কথা বলে বড্ড ফেঁসেছেন বাংলার মহারাজ। চারদিকে তাঁকে নিয়ে ট্রোলের বন্যা।
এদিকে তার মাঝে আরও বিপত্তিতে পড়লেন। বুধবার দুটি প্রতিবাদ মিছিলে হাঁটার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামা হচ্ছে না আর তাঁর।
আরও পড়ুন: ‘মেয়েদের আক্রমণের ভাষাই এখন ধর্ষণ’! আইনি পদক্ষেপ মিমির, যা করলেন প্রাক্তন সাংসদ
আর জি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার দুপুরে পথে নামেন ক্রীড়াবিদরা। যা শুরু হয়েছিল ময়দানে। গোষ্ঠ পালের মূর্তির পাদদেশ থেকে মিছিল যায় বাবুঘাট অবধি। প্রথমে জানা গিয়েছিল, এই জমায়েতে যোগ দেবেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। কিন্তু পরে জানা যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়কে নাকি অনুমতিই দেয়নি প্রশাসন।
এখানেই শেষ নয়, বুধবার সন্ধেতেই সাড়ে সাতটার সময় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে দীক্ষামঞ্জরী থেকে সকলে হাঁটবেন রাস্তায়। এটিতে ডোনা থাকলেও, সৌরভ থাকছেন না, সেই একই অনুমতি দেওয়া নিয়ে সমস্যা। প্রিন্স অফ ক্যালকাটাকে হাঁটার অনুমতি দেয়নি পুলিশ। এবার প্রশ্ন, কেন এমনটা সৌরভের ক্ষেত্রেই! যেখানে বড় বড় তারকারা নির্দিধায় শহর জুড়ে মিছিল করে বেড়াচ্ছেন। তাহলে কেন শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়কেই অনুমতি দেওয়া হল না?
আরও পড়ুন: ‘আরজি কর-কাণ্ড স্বাভাবিক নয় কি’, টলিউড নায়িকা রাজনন্দিনীর পোস্টে মন্তব্য জনৈকের, এমন কী পরেছিলে?
একদম প্রথমে আরজি কর-কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে সৌরভ দাবি করেছিলেন রাজ্য সম্পূর্ণ নিরাপদ। এমনকী এটিকে দূর্ঘটনাও বলেন তিনি। আর এতেই চটেছে জনতা। এমনকী শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো তারকারাও এর বিরুদ্ধে গলা চড়িয়েছেন।
আরও পড়ুন: মুরগিকে ‘ধর্ষণ’ করছে এক নাবালক, মুখে হাসি! শিউরে ওটা ভিডিয়ো সামনে আনলেন স্বস্তিকা
পরে অবশ্য নিজের বক্তব্য স্পষ্ট করে সৌরভ বলেন, ‘আমি আগেও বলেছিলাম এটা ভয়ানক ইস্যু। আমার বক্তব্যের ভুল ব্যাখ্য়া করা হয়েছে। এখন অন্দোলন অনেক এগিয়েছে। সিবিাই তদন্ত করছে। এই ঘটনা লজ্জাজনক। আশা করব সিবিআই দোষীদের ধরতে পারলে কড়া শাস্তি দেবে। যাতে পরবর্তীতে এরকম কিছু করার আগে মানুষ একশোবার ভাবে।’
তবে তাঁকে নিয়ে আর রাগ কমছেই না জনতার। এবার মিছিলে হাঁটার না অনুমতি না তাতে আগুনে ঘি আহুতির কাজ করে!