‘কৃষ্ণকলি’র ভক্তদের জন্য খারাপ খবর! আচমকাই অসুস্থ অভিনেত্রী তিয়াসা লেপচা (রায়)। তাঁর শারীরিক পরিস্থিতি এতটাই বিগড়ে গিয়েছিল যে শুক্রবার হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয় তাঁকে। যদিও এখন অনেকটাই সুস্থ আছেন অভিনেত্রী।
কী হয়েছিল ছোটপর্দার শ্যামার? জানা গেল শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে ইতিমধ্যেই বাড়ি ফিরে এসেছেন। শ্বাসকষ্টজনিত সমস্যা অবশ্য নতুন নয় তিয়াসার। দীর্ঘদিন ধরেই এই রোগে ভুগছেন তিনি। গতকাল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অভিনেত্রী জানিয়েছেন, ‘এখন অনেকটাই ঠিক আছি। বিশ্রামে রয়েছি।’
জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় কেরিয়ার শুরু তিয়াসার। প্রথম সিরিয়ালেই বাজিমাত করেন অভিনেত্রী। তবে গত কয়েকমাসে অভিনয়ের চেয়ে তিয়াসার ব্যক্তিগত জীবন থেকেছে সংবাদ শিরোনামে। দীর্ঘদিন ধরেই সুবান রায়ের সঙ্গে দাম্পত্য কলহ নিয়ে চর্চায় থেকেছেন নায়িকা, অবশেষে গত মার্চে ডিভোর্সের ঘোষণা সারেন তিয়াসা।
‘কৃষ্ণকলি’ শেষ হওয়ার পর নিজের ইমেজ ভাঙার চেষ্টায় তিয়াসা। ইনস্টাগ্রামে তাঁর রিল ভিডিয়ো হামেশায় থাকে চর্চায়। নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন, সেখানে ভ্লগ করছেন। টেলিপাড়া সূত্রের খবর, এবার স্টার জলসার পর্দায় দেখা যাবে তিয়াসাকে। সুশান্ত দাসের প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকে ফিরবেন তিনি। সামনেই প্রোমো শ্যুটের কাজও ছিল বলে জানা যাচ্ছে, তবে এখন সবই থমকে গেল। সুস্থ হয়ে ফের কাজে ফেরবার কথা ভাববেন তিয়াসা।