‘মিঠিঝোরা’ মেগায় মুখ বদল হল 'স্রোত'-এর হবু শ্বশুরের চরিত্রের। এই ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছিল কৃষ্ণকিশোর মুখোপাধ্য়ায়কে। তাঁর এই চরিত্রটিকে দর্শকরা অনেক ভালোবাসাও দিয়েছিলেন, তাঁর সঙ্গে গল্পের হবু বৌমা ‘স্রোতস্বিনী’-এর রসায়ন ছিল নজরকাড়া। কিন্তু এতকিছুর পরও কেন মুখ বদল হল চরিত্রের? জানা গিয়েছে তিনি নাকি শারীরিক অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য় হয়েছেন।
‘রাইপূর্ণা’, ‘নীলাঞ্জনা’ এবং ‘স্রোতস্বিনী’ এই তিন বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল ‘মিঠিঝোরা’। ধারাবাহিকে ‘রাইপূর্ণা’-এর বিয়ের দিনই ঘটনাচক্রে তার বাবার মৃত্যু হয়। পরিবার সংসারের সব দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। পঙ্গু দাদা, তার স্ত্রী, বিধবা মা ও দুই বোনের দায়ভার নেওয়ার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেয় ‘রাইপূর্ণা’। নিজে সরে গিয়ে বোন ‘নীলাঞ্জনা’কে নিজের প্রেমিকের সঙ্গে বিয়ে দেয় সে। এলোমেলো হয়ে যায় তার জীবন।
আরও পড়ুন: নতুন প্রেমের জল্পনার মাঝেই সুখবর দিলেন অনন্যা পান্ডে, আসছে ‘কল মি বে ২’
তারপর সবটা সামলে নিয়ে আবার নতুন করে কাজ শুরু করে গল্পের ‘রাই’। আর সেই কর্মস্থলেই আবার সে প্রেমে পড়ে তাঁর বস 'অনির্বাণ'-এর। এই ‘অনির্বাণ’ আবার তারই প্রাক্তন প্রেমিকের তুতোভাই। ‘অনির্বাণ’-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়ে 'রাই'। কিন্তু তাতেও তার জীবনে শান্তি আসে না। নানা ভাবে তার পরিবার পরিজন এমনকী অনির্বাণও তাকে ভুল বোঝে বার বার। আর এই তাঁর জীবনের এই প্রেক্ষাপটের সমান্তরালে তার বোন ‘স্রোতস্বিনী’ ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা শুরু করে। যে কোনও বিপদে কাউকে পাশে না পেলেও ‘রাইপূর্ণা’ সব সময় পাশে পায় তার তাঁর বোন ‘স্রোতস্বিনী’-কে। অন্যদিকে মেগাতে ‘স্রোত’-এর হবু শ্বশুর বাড়িরও গল্পও ধীরে ধীরে দেখানো শুরু হয়। সেখানেই তার হবু শ্বশুরের চরিত্রে দেখা গিয়েছিল কৃষ্ণকিশোর মুখোপাধ্য়ায়কে। কিন্তু আচমকাই সেই চরিত্রের হয়েছে মুখ বদল। কৃষ্ণকিশোরের পরিবর্তে বর্তমানে এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে বিপ্লব দাশগুপ্তকে। কিন্তু হঠাত্ কেন সিরিয়াল থেকে সরে গেলেন অভিনেতা?
আরও পড়ুন: ১০ বছর পর ভারতে মুক্তি পাচ্ছে পাক ছবি! ফাওয়াদ-মাহিরাদের উপর নিষেধাজ্ঞা কি উঠল?
জানা গিয়েছে, তিনি নাকি শারীরিক অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য় হয়েছেন। গুরুত্বর অস্ত্রোপচার হয়েছে তাঁর। কিন্তু বর্তমানে কেমন আছেন অভিনেতা? TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষ্ণকিশোরের মেয়ে অগ্নিজিতা মুখোপাধ্যায় বলেছেন , ‘বাবা অনেকটাই সুস্থ। শিরদাঁড়ায় অস্ত্রোপচার হয়েছে। তাই সিরিয়াল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চিকিত্সক আগামী এক মাস পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন। তাই বাবা এই সিদ্ধান্ত নিয়েছেন।’