বাংলা নিউজ > বায়োস্কোপ > Neel-Tiyasha: ফের একসঙ্গে নিখিল-শ্যামা! স্টার জলসার পর্দায় ফিরছে ‘কৃষ্ণকলি’ জুটি

Neel-Tiyasha: ফের একসঙ্গে নিখিল-শ্যামা! স্টার জলসার পর্দায় ফিরছে ‘কৃষ্ণকলি’ জুটি

ফের জুটিতে নীল-তিয়াসা

সুশান্ত দাসের টেন্ট সিনেমার নতুন ধারাবাহিকে ফের জুটি বাঁধতে চলেছেন তিয়াসা রায় এবং নীল ভট্টাচার্য, এমনই গুঞ্জন টেলিপাড়ায়। 

বাংলা টেলিভিশনর ইতিহাসের অন্যতম সফল ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ (Krishnakoli)। একটা সময় একটানা ৩০ সপ্তাহেরও বেশি টিআরপি টপার থেকেছে জি বাংলার এই মেগা। এই ধারাবাহিক এতটাই সফল, যে একাধিক ভাষায় এটিকে রিমেক করেছে জি কর্তৃপক্ষ। ‘কৃষ্ণকলি’ শেষ হওয়ার পর থেকেই তিয়াসা লেপচার (আগে রায় ছিলেন) কামব্যাকের অপেক্ষায় ভক্তরা। মাস কয়েক আগেই শোনা গিয়েছিল স্টার জলসার পর্দায় ফিরবেন তিয়াসা (Tiyasha Lepcha)। ‘কৃষ্ণকলি’র প্রযোজনা সংস্থা টেন্টের নতুন ধারাবাহিকেই তিয়াসার কামব্যাক নিশ্চিত ছিল। যদিও নানান কারণে মাস কয়েক পিছিয়ে যায় সেই প্রোজেক্ট। তবে এবার ধামাকা আপটেড রয়েছে তিয়াসা ভক্তদের জন্য, বা বলা ভালো নীল-তিয়াসার ভক্তদের জন্য।

তিয়াসার নতুন সিরিয়ালের নায়ক আর কেউ নন, বরং হতে চলেছেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। আসলে কোনও হিট জুটির উপর বিরোধী চ্যানেলের কড়া নজড় থাকে। এই যেমন ধরুন ‘দেশের মাটি’র হিট জুটি রাহুল-রুকমাকে এখন দেখা যাচ্ছে ‘লালকুঠি’তে। যদিও ‘রাম্পি’র সাফল্য জি বাংলায় রিপিট করতে পারেনি এই পছন্দের জুটি। কিন্তু চেষ্টা করে দেখতে ক্ষতি কী! আরও পড়ুন-‘যাদের মেধা থাকবে তাঁরা বুঝবে’, মরে গিয়েও ফিরে এল গুণগুণ! ট্রোলিং-এর জবাব লীনার

ফের একসঙ্গে নীল-তিয়াসা
ফের একসঙ্গে নীল-তিয়াসা

এবার স্টার জলসাও নাকি ‘কৃষ্ণকলি’র সুপারহিট জুটিকে নিয়ে আসছে তাঁদের নতুন মেগায়। এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি ঠিকই, তবে টেলিপাড়ার ঘনিষ্ঠ সূত্র বলছে এই খবর একদম পাকা। জি বাংলার তরফে ‘উমা’ শেষ করবার সিদ্ধান্ত নিতে না নিতেই নীলকে তিয়াসার নায়ক হিসাবে বেছে নিয়েছে বিরোধী চ্যানেল। এই সপ্তাহেই শেষ হচ্ছে ‘উমা’। নীল-শিঞ্জিনী জুটির এই মেগা অনেক আশা জাগিয়ে শুরু হলেও শেষমেষ প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই বছর ঘোরার আগেই ইতি বছরে উমা-র কাহিনিতে। সেই জায়গা নিতে আসছে ‘জগদ্ধাত্রী’। আরও পড়ুন-শরীরি ভাঁজে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, ‘চিঠি’র সেক্সি পোজ দেখে বেসামাল ‘নবাব’ রিজওয়ান

স্টার জলসার সঙ্গে নীলে সম্পর্ক বহু পুরোনো। জলসার ‘ঠিক যেন লাভ স্টোরি’ দিয়েই নীল শুরু করেছিলেন তাঁর অভিনয় কেরিয়ার। এরপর অবশ্য পরপর জি বাংলার তিনটি মেগায় কাজ করেছেন নীল। এবার ফের জলসায় ফেরার পালা! নীল-তিয়াসা জুটির রসায়ন নিয়ে নতুন করে কিছু বলবার নেই। তবে এই ধারাবাহিকে তিয়াসার লুক কেমন হবে সেইদিকে সবার নজর থাকবে।

 

 

 

বন্ধ করুন