বর্তমানে তিনি প্রতিষ্ঠিত অভিনেত্রী, ২০১৪ সালে টাইগার শ্রফের বিপরীতে ‘হিরোপান্তি’ ছবির হাত বলিউডে পা রেখেছিলেন কৃতি স্যানন। প্রথম ছবির পরই ফিল্ম ফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন। পরবর্তী সময়ে ‘দিলওয়ালে’, ‘রাবতা’, ‘বেরেলি কি বরফি’, ‘লুকা চুপি’, ‘মিমি’-র মতো ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন। তবে অভিনয়ে পা রাখার আগে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে নানান কথা শুনতে হয়েছিল কৃতি স্যাননকে। তাঁর কথায়, ফিল্ম ইন্ডাস্ট্রি গ্ল্যামারের জায়গা, তবে এটা নিয়ে মানুষের বেশকিছু ভুল ধারণা আছে। সম্প্রতি এসব নিয়েই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন কৃতি স্যানন। সম্প্রতি তাঁকে নিয়ে প্রভাসের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনও রটেছিল। তা নিয়েও কথা বলেন কৃতি।
সম্প্রতি 'ঝলক দিখলা জা'তে হাজির হয়েছিলেন কৃতি। সেখানে বরুণ ধাওয়ানও ছিলেন। বরুণকে যোগ্য অবিবাহিত মহিলাদের তালিকা করতে বলা হয়। তালিকায় কৃতির স্যাননের নাম কেন নিলেন না? বরুণকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কারণ, কৃতির নাম ইতিমধ্যেই কারোর হৃদয়ে রয়েছে। বরুণের এমন মন্তব্য়ের পরই মুখ খোলেন কৃতি। বরুণ ধাওয়ান কৃতিকে প্রভাসের সঙ্গে প্রেম নিয়ে ঠাট্টা করায় কৃতি বলেন, ‘এধরনের রটনায় প্রভাস হতবাক হয়ে গিয়েছিলেন, আমার নিজেরও ভীষণ খারাপ লেগেছিল কথাটা শুনে।’
প্রভাস-কৃতিক সম্পর্ক বরুণ একপ্রকার কনফার্ম করে দিয়েছিলেন, ঠিক তখনই তা অস্বীকার করেন কৃতি। বলেন, ‘বরুণের কথা আমি ফোন করে প্রভাসকে বলতেই ও আকাশ থেকে পড়ল, বলল, কেন বরুণ এমন বলছে!’ উত্তরে বলেছিলাম, ‘বরুণ মজা করছে বন্ধু হয়, সিরিয়াসলি কথাটা নিও না।’
কৃতির আরও বলেন, বিনোদন দুনিয়া নিয়ে মানুষের মনে কিছু ধারণা আছে, সেটা সবসময় খুব ইতিবাচক নয়। লোকজন মনে করেন এটি গ্ল্যামারের জায়গা তবে ভালো মানুষদের সাথে থাকার জন্য ভালো জায়গা নয়। কেউ তো এটাও মনে করেন অভিনেত্রী হলে আপনার বিয়ে হবে না। কৃতির কথায়, 'আমার বয়সী কয়েকজন বন্ধুও বলেছিল ‘জানো কি তুমি কিন্তু বিয়ে করবে না, কেউ একজন অভিনেত্রীকে বিয়ে করতে চায় না। এই ইন্ডাস্ট্রি তোমার জন্য নয়। আমি কথাটা শুনে অবাক হয়ে যাই, ওঁর কথার গুরুত্ব দিই নি, শুধুই হেসেছিলাম।’
কৃতি স্যাননের হাতে এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি রয়েছে। এর মধ্যে রয়েছে রিয়া কাপুরের দ্য ক্রু, যেখানে কৃতি ছাড়াও থাকছেন কারিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্জ এবং তাবু। তিনি টাইগার শ্রফের সঙ্গে ফের একবার অ্যাকশন ফিল্ম ‘গণপথ’ এ কাজ করতে চলেছেন কৃতি। বিকাশ বাহলের পরিচালনায় এই বছর -ই মুক্তি পাবে ছবিটি। এছাড়াও শাহিদ কাপুরের সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন, যে ছবির নাম এখনও ঠিক হয়নি।
খুূব শীঘ্রই ওম রাউতের ছবি ‘আদিপুরুষ’ মুক্তি পাবে। যেটি কিনা রামায়ণের একটি রূপান্তর, সেখানে প্রভাস এবং সাইফ আলি খানও অভিনয় করেছেন। ছবিতে জানকী চরিত্রে দেখা যাচ্ছে কৃতিকে। ‘আদিপুরুষ’ মুক্তি পেতে চলেছে ১৬ জুন।