বাংলা নিউজ > বায়োস্কোপ > Kriti Sanon: 'রাম সিয়া রাম' গেয়ে সীতা গুহা মন্দিরে আরতি কৃতি শ্যাননের, সঙ্গী কারা?

Kriti Sanon: 'রাম সিয়া রাম' গেয়ে সীতা গুহা মন্দিরে আরতি কৃতি শ্যাননের, সঙ্গী কারা?

সীতা গুফা মন্দিরে কৃতি

কৃতির সঙ্গে সীতা গুফা মন্দিরে গিয়েছিলেন 'রাম সিয়া রাম' গানটির সঙ্গীত পরিচালক ও গায়ক সাচেত-পরমপরা জুটি। এদিন নাসিকের পঞ্চবটীতে গিয়ে সীতা গুহা মন্দিরে আরতি করতে ও পুজো করতে, ইশ্বরের আর্শীবাদ নিতে দেখা যায় কৃতি শ্যাননকে। তারই কিচু মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

সদ্য় মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’-এর 'রাম সিয়া রাম' গানটি। যেখানে রাম ও জানকির প্রেম-বিরহের গাথা উঠে এসেছে। গানটি মনে ধরেছে বহু মানুষের। এবার পর্দার 'জানকি' কৃতি শ্যানন পৌঁছলেন সীতা গুহা মন্দিরে। মহারাষ্ট্রের নাসিকে রয়েছে এই মন্দির। কথিত আছে এই গুহাটিই নাকি নির্বাসনের সময় সীতাকে আশ্রয় দিয়েছিল।

সোমবার কৃতির সঙ্গে সীতা গুফা মন্দিরে গিয়েছিলেন 'রাম সিয়া রাম' গানটির সঙ্গীত পরিচালক ও গায়ক সাচেত-পরমপরা জুটি। এদিন নাসিকের পঞ্চবটীতে গিয়ে সীতা গুফা মন্দিরে আরতি করতে ও পুজো করতে, ইশ্বরের আর্শীবাদ নিতে দেখা যায় কৃতি শ্যাননকে। তারই কিচু মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

গিয়েছিলেন বোনের বিয়েতে, জামাইবাবুর হাতে আক্রান্ত বিগ বস খ্যাত গোরি নাগরি! দাবি, অভিযোগ নেয়নি পুলিশ

আরও পড়ুন-'মুসলিমদের ঘৃণা করাই আজকাল ফ্যাশান, শিক্ষিতরাও করছেন', বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ

সোশ্যাল মিডিয়ায় পাপারাৎজ্জোর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে রাম সিয়া রাম গানটি গেয়ে সীতা গুহা মন্দিরে আরতি করছেন তাঁরা।

গত ৯ মে মুক্তি পেয়েছিল প্রভাস ও কৃতি শ্যাননের ছবি 'আদিপুরুষ'-এর ট্রেলার। সেখানে শোনা গিয়েছিল 'জয় শ্রীরাম' ধ্বনি। ভিএফএক্সের কারুকাজে উঠে এসেছিল রামরাবণের যুদ্ধ, সীতার অপহরণ সহ আরও নানান কিছু। এদিকে টিজার মুক্তির পর প্রভাসের রাম লুক ও লঙ্কাধিপতি রাবণের ভূমিকায় সইফ আলি খানকে অনেকেরই পছন্দ হয়নি। থলথলে শরীরে 'রাম' প্রভাসকে পছন্দ হয়নি অনেকের। তবে ট্রেলার মুক্তির পর সেসব অভিযোগই মিটে গিয়েছে। ট্রেলারে রাম ও রাবণ, সীতা প্রত্যেকের লুকেই মুগ্ধ দর্শক। নেটপাড়ার একাংশের দাবি টিজারে হয়ত বস্তাপচা ভিএফএক্স দেওয়া হয়েছিল, পরে তা বদলানো হয়। ট্রেলারের পর ‘রাম সিয়া রাম’ গানে রাম-জানকীর বেশে প্রভাস-কৃতীর প্রেম-বিরহ গাথাও দর্শকদের বেশ মনে ধরেছে। 

প্রসঙ্গত, ১৩ জুন নিউইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে প্রভাস-কৃতির 'আদিপুরুষ'। তারপর ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা এই ছবির।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

আন্দোলনরত চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ায় 'ভিক্ষা'র পরামর্শ অগ্নিকে! ‘অভিনয় করি চাননি, ১৮তেই বিয়ে দিতে চেয়েছিলেন বাবা’, ধর্মেন্দ্রকে নিয়ে বলছেন এষা বোটানিক্যাল গার্ডেনের বটগাছ হারালো ‘সম্মান’? মানতে নারাজ কর্তৃপক্ষ ISL অভিযানের আগেই ‘ফেভারিট’ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের হাসপাতালের নিরাপত্তায় নজর নবান্নের, নজরে আন্দোলনে অনড়রাও অন্য ডিগ্রি দেওয়া থাকলেও হবে! ২০২২-র প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট 'তাদের শিবির থেকেই অডিয়ো লিক...', কলতানের গ্রেফতারির পর ফের সরব কুণাল অচিরেই থামছে রন্ধনে বন্ধনের সফর, ফিরছে রান্নাঘর! সঞ্চালনায় ফের সুদীপা? নারকো টেস্টে 'না', কাউকে কি বাঁচাচ্ছে আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়? পিতৃপক্ষে ভুল করেও করবেন না এই ভুল, নচেৎ ভবিষ্যৎ প্রজন্মকে ভুগতে হবে এর ফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.