চর্চায় কৃতি শ্যানন। বলি অভিনেত্রীর গ্রিসে বেড়াতে যাওয়ার একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। যে ভিডিয়োতে কমলা টপ ও জিন্সের শর্টস পরে এক মহিলাকে ধূমপান করতে দেখা যাচ্ছে। যে মহিলা নাকি কৃতি শ্যানন বলেই দাবি করেছেন নেটিজেনরা। আর তাতেই হইচই পড়ে গিয়েছে।
গত ২৭ জুলাই ছিল কৃতি শ্যাননের জন্মদিন, আর সেই জন্মদিন উদযাপনেই বোন নূপুর এবং ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছেন কৃতি। জোর গুঞ্জন ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গেই এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন কৃতি শ্যানন। সম্প্রতি গ্রিস থেকে এক টুকরো ছবি পোস্ট করেছিলেন ব্যবসায়ী কবির বাহিয়া। আর কবির যে জায়গা থেকে ছবি পোস্ট করেছিলেন, সেই একই জায়গা থেকে কৃতির (কৃতি বলেই দাবি করা হচ্ছে) ভিডিয়োটি ভাইরাল হয়েছে। আর তাই দুই দুই চার করে নিয়েছেন নেটিজেনরা। সকলেরই দাবি, কমলা টপ ও জিন্সের শর্টস পরে ওই মহিলা আসলে কৃতি। যদিও ভিডিয়োর মহিলা আদপে কৃতি শ্যানন কিনা, সেই সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
ভিডিয়ো দেখতে এই লিঙ্কে ক্লিক করুন…
এই ভাইরাল ভিডিয়ো ঘিরে নেটিজেনরা তর্ক-বিতর্ক জুড়ে দিয়েছেন। কেউ কেউ যেমন ধূমপান করা নিয়ে কৃতির সমালোচনা করেছেন। কেউ আবার কৃতির হয়ে গলা ফাটিয়ে লিখেছেন,'অনুমতি ছাড়া কোনও নামী ব্যক্তিত্বের এধরনের ভিডিয়ো তোলা অন্যায়।' কারোর মন্তব্য, ‘ধূমপান করছেন তো কী হয়েছে, উনি কোনও বেআইনি কাজ তো করেননি! তাহলে সমস্যাটা কোথায়?’
প্রসঙ্গত, কৃতি শ্যানন অবশ্য 'বরেলি কি বরফি'তে অভিনয়ের পর এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, তিনি ধূমপান করেন না। অভিনেত্রীর দাবি ছিল, ছবিতে শুধুমাত্র চরিত্রের প্রয়োজনেই তাঁকে সিগারেট হাতে নিতে হয়েছিল। যদিও তিনি চিরকালই ধূমপানের বিপক্ষে। এমনকি কৃতির মা গীতা শ্যাননও একবার টুইটে দাবি করেছিলেন, তাঁর মেয়ে বরাবরই ধূমপানের বিপক্ষে। অনেককে ধূমপান ছাড়ার জন্য অনুরোধও নাকি করেছেন কৃতি। গীতা শ্যননের সেই পুরনো টুইট খুঁজে বের করে তাই কৃতিকে ট্রোল করতে ছাড়ছেন না নেটিজেনরা। অনেকেই গীতার শ্যাননের টুইট টেনে প্রশ্ন করেছেন, ‘মা বলেছিলেন মেয়ে সিগারেট খায় না, কিন্তু এটা কী!’
এদিকে আবার কেউ কেউ অভিনেত্রীকে তাঁর আর ব্যবসায়ী কবির বাহিয়ার বয়সের পার্থক্য নিয়েও ট্রোল করেছেন। কারোর কারো দাবি, ‘কৃতির বয়স যেখানে ৩৪, কবির বাহিয়ার বয়স মাত্র ২৪-২৫। ’ কেউ কেউ তাই কৃতি-কবিরের ছবি পাশাপাশি রেখে অভিনেত্রীকে 'কৃতি আন্টি' বলেও কটাক্ষ করতে ছাড়েননি।
প্রসঙ্গত,UK-এর ট্রাভেল এজেন্সি সাউথহল ট্রাভেল -এর মালিক কুলজিন্দর বাহিয়ার ছেলে হলেন কবির বাহিয়া। তথ্য বলছে, কবিরের জন্ম ১৯৯৯-এর ২৪ নভেম্বর। যদিও কৃতি ও কবির বাহিয়াকে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে তাঁরা কেউই মুখ খোলেননি। এমনকি ধূমপানের ভিডিয়ো নিয়েও কোনও মন্তব্য করেননি কৃতি শ্যানন।