Bigg Boss OTT 3-তে যোগ দিয়ে শুরু থেকেই চর্চায় ইউটিউবার আরমান মালিক। সম্প্রতি সহ-প্রতিযোগী বিশাল পাণ্ডেকে চড় মেরে চর্চায় উঠে এসেছেন আরমান। কেননা, বিশাল নাকি আরমানের দ্বিতীয় স্ত্রীর উদ্দেশ্যে মন্তব্য করেন যে, কৃতিকাকে দেখতে সুন্দর, তাঁর ভালো লাগে। যদিও কথাটা বিশাল অপর প্রতিযোগী লাভ কাটেরিয়াকে বলেছিলেন। সেসময় অবশ্য কিছুই ঘটেনি। পরে 'উইকেন্ড কা বার' রাউন্ডে পায়েল মালিক এসে কথাটা তুলতেই হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। বিশালকে গিয়ে চড় কষিয়ে দেন আরমান।
ব্যাস, ওমনি গণ্ডোগোল শুরু। যদিও বলি সেলেব থেকে নেটপাড়ার অধিকাংশ নাগরিকই এক্ষেত্রে বিশাল পাণ্ডের হয়েই সওয়াল করেন। অনেকেরই দাবি, বিশাল খারাপ উদ্দেশ্য নিয়ে কথাটা বলেননি। বিশালের বিরুদ্ধে মহিলা সংক্রান্ত কোনও অভিযোগ নেই। বিশাল মহিলাদের নিয়ে শ্রদ্ধাশীল। সকলেই বিশালকে চড় মারার অপরাধে আরমানের বিরুদ্ধে শাস্তির দাবি তোলেন। এমনকি আরমানের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন বিশাল পাণ্ডের পরিবার।
এদিকে আবার এই গণ্ডোগোলের জেরে বিশেষ পদক্ষেপ নিয়ে বসেছেন আরমান মালিকের দ্বিতীয় বউ কৃতিকা। কৃতিকা জানিয়েছেন, তিনি বিশালের কারণেই বাড়ির অভ্যন্তরে লো নেকলাইন পোশাক পরা বন্ধ করে দিয়েছেন। সম্প্রতি, কৃতিকাকে সহ-প্রতিযোগী চন্দ্রিকা দীক্ষিতের সঙ্গে ঘটনা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। কৃতিকা তখনই তাঁকে বলেন, তিনি Bigg Boss-এর ঘরে লো নেকলাইনের (বড় গলা) পোশাকগুলো সরিয়ে রেখেছেন এবং সেগুলি সেখানে পরবেন না।
বিশাল সম্পর্কে কৃতিকা বলেন, ‘যব তু ইlনে বড়ে প্ল্যাটফর্ম পর আকে উসকে কান মে ইয়ে বোল সক্ত হ্যায়, তো তু বাহার ক্যাসা ইনসান হোগা? তু এক ভাই-বেহান-এক দোস্ত কে রিসতে কো খরব কর রাহা ভাই।’ ( তুমি যদি এত বড় প্ল্যার্টফর্মে এসে ওর কানে কানে এই কথা বলতে পারো, তাহলে তুমি বাইরে আদপে কেমন মানুষ ভাই! তুমি তো এক ভাই-বোন-বন্ধুর সম্পর্ককে খারাপ করছো।)
এদিকে খোলামেলা পোশাক না পরার সিদ্ধান্ত নিয়ে কৃত্তিকা আরও বলেন, ‘আজ সানা আমায় বলছিল যে কী হয়েছে, আমি আজ এত বড় ব্লেজার পড়ে গিয়েছি! আমি দীপকজি-কে বললাম, আজ আমরা ম্যাচিং পড়ব, আমরা দুজনেই আজ পিঙ্ক। আমি আর সানাকে আসলে মিথ্যে কথা বলেছি। আমি ওকে বলেছি, ওই পোশাকটা আমার ঢিলা হচ্ছে। তবে আসলে ওটা ঢিলে হয়নি, এক্কেবারেই ফিট। তবে ওটার গলাটা অনেক বড়। তবে এই বাড়িতে আমি আর ওই ধরনের পোশাক পরতে চাই না।’
এদিকে কৃতিকার এধরনের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে অনেকে ট্রোল করা শুরু করেছেন। একজন কৃতিকার মন্তব্য শুনে লিখছেন, ‘এতই যদি সতী হতে, তাহলে বেস্ট ফ্রেন্ডের বরকে বিয়ে করতে না!’