বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘সফট পর্ন’ গেহরাইয়াতে শুধুই ‘ঘপাঘপ’, দীপিকাকে ‘যৌনতার মল্লিকা’ বললেন কেআরকে

‘সফট পর্ন’ গেহরাইয়াতে শুধুই ‘ঘপাঘপ’, দীপিকাকে ‘যৌনতার মল্লিকা’ বললেন কেআরকে

দীপিকার নাম ‘যৌনতার মল্লিকা’ রাখলেন কেআরকে।

গেহরাইয়া সিনেমার জন্য কেআরকে প্রবলভাবে সমালোচনা করেছেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী ও করণ জোহরের।

দীপিকা পাড়ুকোন, অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী এবং ধৈর্য করওয়া অভিনীত গেহরাইয়া মুক্তি পেয়েছে। অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ছবিটি। একইসঙ্গে দর্শকদের বড় একটা অংশও ছবিটি পছন্দ করছেন। সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনাও হয়েছে ছবিটি নিয়ে। এবার সিনেমার সমালোচনা করে টুইটারে ভাইরাল কমল রশিদ খান।  

কেআরকে দীপিকার সিনেমা নিয়ে মোট ৭টি টুইট করেছেন। এই টুইটগুলিতে কেআরকে এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যা রীতিমতো এখন চর্চার বিষয়। বলিউডে বেশিরভাগ তারকাদের সিনেমা নিয়েই মাঠে নেমে পড়েন তিনি। বরুণ ধাওয়ান থেকে শুরু করে সলমন খান, করণ জোহররা সবসময় থাকেন নিশানায়। 

গেহরাইয়া সিনেমার জন্য কেআরকে প্রবলভাবে সমালোচনা করেছেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী ও করণ জোহরের। চলুন দেখে নেই KRK তাঁর টুইটে ঠিক কী কী লিখেছেন--

KRK-র টুইট।
KRK-র টুইট।

আমি ‘সেক্স গড’ করণ জোহর ও ‘সেক্স কি মালাইকা’ দীপিকা পাড়ুকোনের সফট পর্ন ফিল্ম দেখছি। সঙ্গে সিদ্ধান্ত চতুর্বেদীর নাম না করেই তিনি তাঁকে ‘বস্তির অভিনেতা কোটিপতি কী করে হয়’ ‘লুখ্খা’র মতো ভাষা ব্যবহার করেছেন। ‘বিয়ের আগে ঘপাঘপ’ ভারতীয় সংস্কৃতির সঙ্গে যায় না বলেই মত তাঁর। সাথে করে আবার ‘ছবির সব ডায়লগ ইংরেজিতে’ মন্তব্য করে তাঁর প্রশ্ন কেন গেহরাইয়া ছবি মুক্তি পেল না হলিউডে, কেন মুক্তি দেওয়া হল ‘কপিউডে’। 

এর আগেও ‘গেহরাইয়া’ নিয়ে ‘উষ্কানিমূলক’ পোস্ট করতে দেখা গিয়েছিল এই ‘স্ব-ঘোষিত’ চলচ্চিত্র সমালোচককে। তিনি ২১ জানুয়ারি টুইটারে লিখেছিলেন, ‘গেহরাইয়া-র ট্রেলার দেখে রণবীর কাপুর ভাবছে ভাগ্যিস ব্রেকআপ করে নিয়েছিলাম। নয়তো ইজ্জত বাজারি হয়ে যেত।’

তবে, কেআরকে-র এই টুইট ভালোভাবে নেননি নেট-নাগরিকরা। বরং দীপিকা আর সিদ্ধান্তের ভক্তরা তাঁকে ধুইয়ে দিয়েছেন। সঙ্গে অনেকেরই মত সিনেমার সমালোচনা করতে গিয়ে কেআরকে অভিনেতাদের ব্যক্তিগত জীবন টেনে এনেছেন। যা কখনোই কাম্য নয়।

বন্ধ করুন