বাংলা নিউজ > বায়োস্কোপ > বেবিবাম্প দেখানোয় করিনা-বিপাশাদের নির্লজ্জ বললেন KRK, প্রশংসা সাউথের হিরোর বউদের

বেবিবাম্প দেখানোয় করিনা-বিপাশাদের নির্লজ্জ বললেন KRK, প্রশংসা সাউথের হিরোর বউদের

বেবিবাম্প দেখানোয় বলিউড নায়িকাদের নিন্দে করলেন কেআরকে।

বেবি বাম্প নিয়ে সাহসী ফোটোশ্যট করে নজর কেড়েছেন করিনা কাপুর খান, সোনম কাপুর, কঙ্গনা সেন শর্মার মতো তারকারা। এভাবে তোলা ‘অর্ধনগ্ন’ ছবির সমালোচনায় সরব কেআরকে। 

বলিউডের নিন্দে করার কোনও সুযোগই ছাড়েন না কামাল আর খান। বেশিরভাগ সিনেমারই নেগেটিভ রিভিউ পোস্ট করেন। এমনকী বলিউড আর দক্ষিণের ছবির ঝামেলা নিয়েও তিনি হিন্দি সিনেমাকে ছোট করার সুযোগ ছাড়েন না। সম্প্রতি যেমন তাঁর গলায় সমালোচনা শোনা গেল করিনা কাপুর, আলিয়া ভাট, বিপাশা বসুর মতো তারকাদের। বেবি বাম্প বের করে ফোটোশ্যুট করার কারণে।

বলিউড আর সাউথের অভিনেতাদের ছবির কোলাজ তৈরি করলেন তিনি। একধারে বলিউড থেকে বিপাশা, করিনা, লিসা হায়ডন, কঙ্কনা সেন শর্মাদের নগ্ন বেবিবাম্পের ছবি রাখলেন। অন্যপাশে দক্ষিণের অভিনেতাদের ছবি তাঁদের স্ত্রীদের সঙ্গে এথনিক পোশাকে। আর ক্যাপশনে লিখলেন, ‘এটাই পার্থক্য নির্লজ্জ মানুষজন আর মার্জিত পরিবারের মধ্যে।’ আরও পড়ুন: প্রেগন্যান্ট বউ আলিয়াকে মোটা বলে বিপাকে রণবীর, ক্ষমা চেয়ে বললেন, 'আমার রসবোধ…’

টুইটারে কেআরকে-র এই পোস্ট ফের উসকে দিল বলিউড ভার্সেস সাউথ কনট্রোভার্সি। তবে কেআরকে-র করা এই ধরনের নেগেটিভ কমেন্ট একেবারেই মানতে পারলেন না একাংশ। তাঁদের জবাব, এক তো দুটো আলাদা আলাদা পরিস্থিতি। তার উপরে এভাবে নারী চরিত্র বিবেচনা করা পোশাক দিয়ে আজকের সময়ে শুধু যে নীতিগত অপরাধ তা নয়, সঙ্গে সমাজের পক্ষে ক্ষতিকারক। যদিও কিছু মানুষ বলা ভালো বলিউড হেটার্সরা কেআরকে-র সঙ্গে গলা মিলিয়েই গালাগাল করলেন নায়িকাদের রুচিকে। আরও পড়ুন: অবিন্যস্ত চুল, মায়াবী চাউনি, পুলের নীল জলে দিতিপ্রিয়াকে দেখে ঘুম উড়ল ভক্তদের

এই তো দিনকয়েক আগে বলিউডের খানদের নিয়ে নিজের মতামত জাহির করতে দেখা গিয়েছিল কেআরকে-কে। আমির, সলমন, শাহরুখ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘খান অভিনেতাদের ভক্তরা এতদিনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন ভারতে আর খানদের ছবি চলবে না। কারণ এই খান অভিনেতারা বুড়ো হয়েছেন, দাম্ভিক, আর ভালো-খারাপ স্ক্রিপ্টের ব্যাপারে কিছুই বোঝে না। তারা শুধু মনে করে একমাত্র করণ জোহর আর আদিত্য চোপড়া হিট ছবি দিতে পারে। তাই এদের প্রত্যেকেরই উচিত রিটায়ার করে যাওয়া।’

এখানেই শেষ নয় অক্ষয়কে মাঝেমাঝেই ‘কানাডা কুমার’ ডেকে হ্যাটা করেন সোশ্যালে। দিনকয়েক আগেই যেমন ‘ভুল ভুলাইয়া ২’ হিট হওয়ার পর বলেছিলেন অক্ষয়ের কেরিয়ার এবার শেষ, সেই জায়গায় উঠে আসবেন কার্তিক আরিয়ান।

 

বন্ধ করুন