৮ মার্চ হোলি উপলক্ষে মুক্তি পেয়েছে রণবীর কাপুর আর শ্রদ্ধা কাপুরের ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিখানা। প্রথম একসঙ্গে জুটি বেঁধেছেন দুজন। রমকম ঘরনার ছবিখানা পরিচালনা করেছেন লাভ রঞ্জন। আর প্রথম দিনেই ছবিখানা দেখে নিয়েছেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খান। সঙ্গে টুইটের বন্যাও বইয়ে দিয়েছেন। চলুন দেখে নেই কী কী লিখলেন কেআরকে সোশ্যাল মিডিয়ায়।
কেআরকে টুইটে লিখেছেন, ‘আধাঘণ্টার ফিল্ম চলে গেল, প্রেম রঞ্জন কী একটা বাবাসীর ফিল্ম বানিয়েছে বুঝতেই পারছি না! উপর থেকে এই লুক্কা বাসি এত রান্না করছে যে সহ্য করা যাচ্ছে না!’
তারপর লেখেন, ‘বেশিরভাগ দৃশ্য বিচে। রণবীর কাপুর জলে নামছেন না উইগ ভিজে যাওয়ার ভয়ে, শুধু শ্রদ্ধা কাপুর নামছেন। তা লাভ রঞ্জন এত যখন উইগের সমস্যা তাহেল বার বার বিচ ম্যায় সিনেমা বানানোর কী দরকার!’
এরপরই কেআরকের মুখে কার্তিকের প্রশংসা। লিখলেন, ‘ওয়াও! কার্তিক আরিয়ান গেস্ট অ্যাপিয়ারেন্স করছেন। আর বাই গড রণবীর কাপুরকে কার্তিকের সামনে জুনিয়র আর্টিস্ট লাগছে। সিওর শট ও ভবিষ্যতের বড় তারকা।’
অপর আরেক টুইটে লিখেছেন, ‘পরিচালক লাভ রঞ্জন আদৌ জানতেন না তিনি কী তৈরি করতে চাইছেন। এটা নাটক, নাটকের মধ্যে নাটক এবং আবার নাটক। #তু ঝুঠি ম্যায় মক্কার হল আত্মাহীন দেহ। লাভের নির্দেশনা শুধু খারাপই নয়, সব অভিনেতাই সত্যিই খারাপ অভিনয় করেছেন। এটি একটি জঘন্য চলচ্চিত্র। এত বাজে যে ১ স্টারও দিতে পারব না। #আআথু !’
এরপরের টুইট, ‘#Tu Joothi Main Makkar চলচ্চিত্রের সবচেয়ে বড় সমস্যা হল #লভরঞ্জন কোথায় থামতে হবে তা জানতেন না। তিনি ৫ বার ছবির ক্লাইম্যাক্স করেছেন। মানে তিনি তাঁর গল্প নিয়ে বিভ্রান্ত ছিলেন। এটাও করেনি, ওটাও করেনি, সেটাও করেনি।এটা হয়তো ঠিক হবে, ওটা হয়তো ঠিক হবে। এসব করতে গিয়ে ঘেঁটে ঘ করলেন।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)