অভিনেত্রী ক্রুষ্ণা অভিষেক প্রায়শই বিভিন্ন কমেডি রিয়েলিটি শোতে মহিলা চরিত্রে অভিনয় করেন এবং তিনি তা নিয়ে তিনি গর্বিতও। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, 'অনেকেই মনে করেন যে আমরা অভিনেতারা যখন মঞ্চে এই ধরনের চরিত্রগুলি ফুটিয়ে তুলি, তখন সব সময় আমরা নানা ধরণের চাপের মধ্যে পড়ে মনে হয় এই কাজগুলো করি, তবে এটা একেবারেই সত্য নয়। এটি একটা সহজ দেওয়া নেওয়ার ব্যাপার। বিভিন্ন চরিত্রে অভিনয় করার ফলে আমি আমার অভিনয় ক্ষমতাকে আরও নৈপুণ্যতা দিতে পারি। আরও এক ধাপ উপরে নিয়ে যাওয়ার সুযোগ পাই এবং দর্শকদের থেকে প্রচুর ভালোবাসাও পাই।
পুরুষদের নারী চরিত্রে অভিনয় করার বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেতা আরও বলেন, 'আমার মনে আছে একটি লাইভ শোয়ের আগে, মঞ্চে আমার প্রবেশের ঠিক আগে একজন মধ্যবয়সী লোক আমার কাছে এসে জানতে চেয়েছিলেন আপনি কেন মেয়ে সাজেন?' আমি বলেছিলাম, ‘আরে ভাই, আমি অভিনেতা, আর এটা আমার কাজেরই একটি অংশ। আর এই উত্তর শুনে ওঁর খারাপ লেগেছিল?'
আরও পড়ুন: ‘বহুরূপী’র গানে জমিয়ে ভাসান ডান্স কৌশানীর! আহিরীটোলায় শশী পাঁজার সঙ্গে মাতলেন সিঁদুর খেলাতেও
অভিনেতা আরও বলেন যে অনেকেই তাঁকে মহিলা চরিত্রে অভিনয় না করার জন্যও বলেছেন। বলেছেন অভিনেতার সন্তান বড় হচ্ছেন। কিন্তু তাতে মোটেও বিরক্ত হননি অভিনেতা। তিনি এই প্রসঙ্গে বলেছেন, ‘আমার কাছে এমন মন্তব্য এসেছে যে আপনার সন্তান বড় হচ্ছে, ও দেখেছে এই সব, এটা মোটেও খুব গর্বের কথা নয়। কিন্তু আসল কথা তো কেউ জানেন না আমার সন্তানরা অপেক্ষা করে থাকে কখন আমি মঞ্চে নারী চরিত্রে অভিনয় করব। আসলে তাদের কাছে আজ বাবা নতুন কী সাজবে সেটা রোমাঞ্চকর। ওরাও আমাকে মঞ্চে এবং পর্দায় দেখতে পছন্দ করে। আমি যা করি তার জন্য ওঁরা গর্বিত। ওরা ওদের বাবাকে নিয়ে গর্বিত।'
আরও পড়ুন: মঞ্জুলিকার ভয়ে 'সিংঘম' কাঁপবে? মেগা রিলিজের সোজাসাপটা জবাব কার্তিক আরিয়ানের
কাজের সূত্রে, তিনি অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে একটি কমেডি শোয়ের পাশাপাশি একটি ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই প্রসঙ্গে অভিনেতা জানান ‘আমি সবেমাত্র একটি শো শেষ করেছি যেখানে আমি এবং আমার স্ত্রী কাশ্মীরা শাহ একসঙ্গে অভিনয় করেছি। ভালো কাজ আমার কাছে আসছে, তা সে সিনেমা হোক বা ’দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর মতো কোনও শো হোক।'