অভিনেতা-কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেকের ডিজাইনার জুতো ও পোশাকের প্রতি ভালোবাসার কথা হয়তবা অনেকেই জানেন। তবে জামা জুতো কিনতে ভালোবাসেন এমন অভিনেতার সংখ্যা নেহাত কম নেই। তবে যদি কারোর জামা জুতো রাখার জন্য আলাদা ফ্ল্যাট কিনতে হয়, তাহলে সেটা অবাক করার মতো ঘটনা তো বটেই। আর ক্রুষ্ণা অভিষেক সেটাই করেছেন।
এক সাক্ষাৎকারে গোবিন্দার ভাগ্নে ক্রুষ্ণা নিজেই স্বীকার করেছেন যে তিনি একটি ৩ বিএইচকে ফ্ল্যাট কিনেছিলেন, আর সেটা থাকার জন্য নয়, পরিবর্তে, তাঁর জামাকাপড় ও জুতার বিপুল সংগ্রহের স্টোরেজ স্পেস ব্যবহারের জন্য। প্রতি ছয় মাস অন্তর তিনি নিজের জামাকাপড় বদলান।
সম্প্রতি অর্চনা পুরান সিং-এর ইউটিউব চ্যানেলে হাজির হয়েছিলেন ক্রুষ্ণা। যেখানে তাঁকে অর্চনা মধ্যাহ্নভোজের জন্য ডেকেছিলেন। অর্চনা পুরান সিংয়ের সঙ্গে কথোপকথনের সময়, ক্রুষ্ণা জামা-জুতোর প্রতি তাঁর ভালবাসা ও কীভাবে তিনি সেগুলি সংগ্রহ করেন সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। জানান, পরিমাণ এতোই যে সেগুলো রাখার জন্য তিনি আলাদা ফ্ল্যাট কিনতে হয়েছে তাঁকে। ক্রুষ্ণার কথায়, 'আমি একটা বাড়ি কিনেছি আর এটিকে বুটিকে পরিণত করেছি।
এমন কথায় অর্চনার স্বামী পারমিত শেঠি হতবাক হয়ে যান। কৃষ্ণা হেসে স্বীকার করেন যে তিনি প্রতি ৬য় মাস অন্তর জামা-জুতোর কালেকশন বদলান। অর্চনা মজা করে বলেন, তাঁর ছেলে আয়ুষ্মান ক্রুষ্ণার সমান লম্বা, তাই পোশা ফেলে না দিয়ে তিনি যেন সেটা আয়ুষ্মানকে দিয়ে দিন।
তবে একই সাক্ষাৎকারে ক্রুষ্ণা অভিষেক শেয়ার করেছেন যে তিনি যখন বড় হচ্ছিলেন, তখন তিনি মামা গোবিন্দের জামাকাপড় পরতেন।ক্রুষ্ণা জানান, তিনি একসময় ভেবেছিলেন যে ফ্যাশন ব্র্যান্ড ডিএনজি ডেভিড (ধাওয়ান) ও গোবিন্দ তাঁদের আদ্যক্ষর একত্রিত করে তৈরি করেছেন।
ক্রুষ্ণা বলেন, 'আমি যখন কলেজে পড়তাম তখন মামা সব বড় ব্র্যান্ডের পোশাক পরতেন। সেসময় ব্র্যান্ড সম্পর্কে আমাদের কোনও ধারণা ছিল না। তবে মামা তখন প্রাডা, গুচি পরতেন ..., যে নামগুলি আমি সম্প্রতি উচ্চারণ করতে শিখেছি। পরে মামা ডিএনজি-র পোশাক পরতেন। বছরের পর বছর ধরে আমি তাঁর সেই ব্র্যান্ডের শার্ট ও জ্যাকেট পরতাম। বহু বছর ধরে, আমার ধারণা ছিল যে ডিএনজি মানে ডেভিড এবং গোবিন্দা। আমি ভেবেছিলাম তাঁরা এত বিখ্যাত যে তারা অবশ্যই তাঁদের নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছেন।।
ডেভিড এবং গোবিন্দা ১৯৯০ এবং ২০০০ এর দশকে সিনেপ্রেমীদের বেশ কয়েকটি হিট সিনেমা এবং চার্টবাস্টার গান উপহার দিয়েছিলেন। এর মধ্যে ছিল রাজা বাবু, কুলি নং ১, সাজন চলে শসুরাল, শোলা অউর শবনম, হিরো নং ১, কিঁউ কি ম্যায় ঝুট নেহি বোলতা, পার্টনার এবং বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ। যদিও মাঝে গোবিন্দা ও ডেভিড ধাওয়ানের মধ্যে মনোমালিন্যের কথা শোনা গিয়েছিল। তবে কিছুদিন আগে গোবিন্দা-ডেভিড ধাওয়ানের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়ার কথা জানিয়েছেন।