৪ দশক ধরে সংগীত জগতে একের পর এক গান গেয়ে চলেছেন কুমার শানু। মেলোডি কিং কুমার শানুর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ঘোরে। সম্প্রতি আমেরিকা পার্লামেন্টের দ্বারা দুটি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন গায়ক।
সংগীত জগতে অসামান্য অবদান রাখার জন্য হাউজ অফ কমন্স দ্বারা পুরস্কৃত করা হয় গায়ককে। এছাড়া ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস দ্বারা লাইফ টাইম এচিভমেন্ট পুরস্কারেই সম্মানিত হন সঙ্গীতশিল্পী।
আরও পড়ুন: শুধু খাবার ডেলিভারি করেই কোটি টাকা আয়! প্রকাশ্যে ডাব্বা কার্টেলের ট্রেলার
আরও পড়ুন: দোরগোড়ায় গ্র্যান্ড ফিনালে, অঙ্কনার গানে অখুশি শান্তনু! বললেন, 'চেয়ারে মনোযোগ দিস না, গানটা...'
পরপর দুটি পুরস্কারে পুরস্কৃত হয়ে আপ্লুত কুমার শানু বলেন, আমি এই স্বীকৃতি পেয়ে ভীষণ কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। সঙ্গীত আমার কাছে আবেগ। আমেরিকার পার্লামেন্টারা দ্বিতীয়বার স্বীকৃতি পাওয়ায় আমি ভীষণভাবে আপ্লুত।
কুমার শানু আরও বলেন, আমি পুরস্কারদুটি আমার ভক্তদের উৎসর্গ করছি। আমার ভক্তরা যারা আমাকে ভালোবাসেন, আমার এই গোটা যাত্রা জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন, এই পুরস্কার দুটির তাঁদের প্রাপ্য।
আরও পড়ুন: রাগত চোখে তাকিয়ে কার দিকে! সলমনের সিকান্দরের পোস্টারে মুগ্ধ নেটপাড়া
আরও পড়ুন: একবার নয়, দুবার মানসীকে ‘ময়ূরী’ বলে ডাক শ্রেয়ার! কী ঘটল ইন্ডিয়ান আইডলের মঞ্চে?
শানু বলেন, একসময় একই দিনে ২৮টি গান রেকর্ড করেছিলাম আমি। ওই অভিজ্ঞতার কথা আমি আজও ভুলতে পারি না। আমি আমার কাজকে কতটা ভালোবাসি তা যে সারা বিশ্বের মানুষের চোখে পড়েছে তাতে আমি ভীষণ আপ্লুত।