কুমার শানু বর্তমানে দেশে নেই। অনুষ্ঠান করতে আমেরিকায় গিয়েছেন। তবে বিদেশে থেকেও তিনি দেশ, বলা ভালো বাংলার এই নারকীয় কাণ্ড নিয়ে ভীষণই বিচলিত। একই সঙ্গে খুশি প্রতিবাদ দেখে। আরজি কর কাণ্ড নিয়ে কী জানালেন গায়ক?
আরও পড়ুন: টিভির গণ্ডি পেরিয়ে OTT - তে এবার মহিষাসুরমর্দিনী! দুর্গা রাজনন্দিনী পালের সঙ্গে থাকছে আর কোন চমক?
আরও পড়ুন: ভরপুর অ্যাকশনের সঙ্গে মিশে রোমান্টিকতা, বাংলার সব থেকে বড় ব্যাঙ্ক ডাকাতির গল্প বলতে প্রস্তুত আবির - শিবপ্রসাদ
আরজি কর নিয়ে কী বললেন শানু?
এদিন আরজি কর কাণ্ডের বিষয় নিয়ে কুমার শানুর আপ্ত সহায়ক দিলীপ দে আনন্দবাজারকে জানিয়েছেন গায়কের মতামত কী গোটা বিষয় নিয়ে। তাঁর কথায়, 'বাংলার এই আন্দোলন শানু দাকে ভীষণ ভাবে প্রভাবিত করেছে। তাঁর মনকে ছুঁয়ে গিয়েছে। তিনি নিজে পথে নামতে পারেননি নানা কারণে। কিন্তু বাংলার অন্যান্য শিল্পীরা যেভাবে প্রতিবাদ করছেন তাতে তিনি ভীষণ গর্বিত।'
আরও পড়ুন: রবি ঠাকুরের ‘আমার সোনার বাংলা’য় আপত্তি! বাংলাদেশে তীব্র হচ্ছে জাতীয় সঙ্গীত বদলানোর দাবি
একই সঙ্গে দুই মেয়ের বাবা হয়ে এই ঘটনা তাঁকে ভীষণই বিচলিত করেছে। তিনি উদ্বিগ্ন। কুমার শানুর কথায়, 'দেশে, রাজ্যে যা ঘটছে তাতে দুই মেয়ের বাবা হয়ে ভয় করছে।' তবে রাজ্যে যে আন্দোলন চলছে তাতে তিনি খুশি, নিজে না থাকতে পারলেও।
তবে প্রতিবাদকে সমর্থন করলেও ঋতুপর্ণার সঙ্গে রাত দখলের রাতে যা ঘটেছে সেটাকে তিনি মোটেই সমর্থন করতে পারেননি। কিন্তু সাধারণ মানুষ, শিল্পীরা যেভাবে বিচার চেয়ে সরব হয়েছেন সেটায় তিনি একটি ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন।